News update
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     
  • Remittance inflow exceeds $632 million in first six days of Dec     |     
  • 18 migrants die as inflatable boat sinks south of Greek island of Crete     |     
  • TIB for polls manifesto vows to curb misuse of powers and religion     |     
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     

ঘুঘু শিকার করে ফেসবুক লাইভে রান্না, অভিযুক্তকে অর্থদন্ড

বন্যপ্রানী 2025-11-12, 11:42pm

one-fined-in-kalapara-for-killing-cooking-birds-and-eating-curry-prepared-with-those-on-facebook-live-fec03276ff922af4ec928e7004b2842e1762969336.jpg

One fined in Kalapara for killing, cooking birds and eating curry prepared with those on Facebook live.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ২০ টি ঘুঘু ও শালিক পাখি শিকারের পর ফেসবুক লাইভে রান্না করে ভোজনের দায়ে বায়েজিদ আমীন (২৭) নামের এক যুবককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা বারোটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।

 এ সময় কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোশারেফ হোসেন ও এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

 এর আগে মঙ্গলবার রাত দুইটায় ওই যুবক বন্ধুদের নিয়ে ফেসবুকে লাইভে এসে পাখিগুলো রান্না করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে অভিযান পরিচালনা করে এক যুবককে অর্থদন্ড প্রদান করা হয়। পরে সে অর্থ পরিশোধ করে পাখি শিকার করবেনা মর্মে মুচলেখা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।

বাংলাদেশে সংরক্ষিত ৭০০ পাখি শিকার হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় সম্পূর্ন বেআইনি। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট । - গোফরান পলাশ