News update
  • DSE turnover dips 18% despite weekly gains in key indices     |     
  • 65 Nations Sign UN Treaty to Combat Cybercrime Globally     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     
  • Teesta activists announce ‘Silent Rangpur’ campaign in 5 districts     |     

ঢাকায় প্রথমবারের মতো শতভাগ রিসাইকেল পণ্যে উৎপাদিত কাপড়ের ব্র্যান্ড চালু

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2023-03-16, 8:24pm

image-83013-1678975734-0fa2fc1718b41f44e311d71849b93d721678976685.jpg




প্রথমবারের মতো বাংলাদেশে প্রায় শতভাগ রিসাইকেল করা পণ্য দিয়ে তৈরি কাপড়ের ফ্যাশনেবল পোশাক নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড রি/ড্রেস।

আজ বুধবার বাংলাদেশে এই ফ্যাশন ব্র্যান্ডটি চালু হচ্ছে। রি/ড্রেসের কাপড় ও ডিজাইনে তৈরি পোশাকগুলো ফ্রেন্ডশিপ কালারস অফ দ্য চার্স ও ইয়েলোতে পাওয়া যাবে। শিগগিরই আড়ংয়ের তেজগাঁও মাল্টি-ব্র্যান্ড আউটলেটের ভিতরে ‘তাগা’ শপ-ইন-শপে’ও রি/ড্রেসের কাপড়গুলো পাওয়া যাবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেলে দেয়া বিভিন্ন পণ্য রিসাইকেল করে প্রায় উন্নতমানের কাপড় তৈরির জন্য রি-ড্রেস স্থানীয় রি-সাইক্লিং কারখানা এবং গার্মন্টেসগুলোর সঙ্গে কাজ করছে। এ কাপড়ের শতভাগ ফাইবার (কিছু কাপড়ে ৫% বা তার কম নন-রিসাইকেল ফাইবার থাকতে পারে) এবং ৪০% তুলা রিসাইকেল করা। এতে কিছু প্লাস্টিকের বোতল রিসাইকেল করে তৈরি পলিয়েস্টারও মেশানো হয়। প্লাস্টিকের বোতল এবং সুতির বর্জ্য থেকে উৎপাদিত নরম এই কাপড় বাতাস চলাচল করতে পারে এমন বুননে তৈরি। এই কাপড়ে তৈরি রি/ড্রেসের পোশাকগুলো নারী-পুরুষ উভয়ের জন্যই উপযোগী। তথ্য সূত্র আরটিভি নিউজ।