
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনাকে কেন্দ্র করে সংবর্ধনাস্থলের আশপাশে বেড়েছে পতাকা বিক্রির ধুম। সকাল থেকেই জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা কিনতে ভিড় করছেন দলীয় নেতাকর্মী ও উৎসুক মানুষ। বাড়তি চাহিদায় ব্যস্ত সময় পার করছেন পতাকা বিক্রেতারা।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
পতাকা বিক্রেতারা জানান, জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা সাইজভেদে ৪০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাথায় বাধার জন্য ব্যবহৃত দলীয় ও জাতীয় পতাকা বিক্রি হচ্ছে ১০ টাকা করে।
সংবর্ধনাস্থলে পতাকা বিক্রি করছেন নাফিজ। তিনি জানান, বেচাকেনা ভালো হচ্ছে। যে পরিমাণ পতাকা এনেছি, তা আজকের মধ্যেই শেষ হয়ে যাবে মনে হচ্ছে। কালকে বেচাবিক্রি আরও বেশি হবে। বিএনপির পাশাপাশি দলীয় পতাকার চাহিদা অনেক বেশি।
সংবর্ধনাস্থানে শুধু নেতাকর্মীরাই নয়, সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ছে। বাবার সঙ্গে আগের দিন সংবর্ধনাস্থানে ঘুরতে এসেছে আঁখি। জাতীয় পতাকা কিনেছেন তিনি। আঁখি বলেন, তারেক রহমানকে কোনোদিন দেখিনি। বাবার কাছে তার কথা শুনেছি। তাকে একনজর দেখার জন্য বাবার সঙ্গে এসেছি। আজকে ঘুরে গেলাম, কালকে আবার আসব।
সংবর্ধনাকে ঘিরে মানুষের আগ্রহ ও উদ্দীপনার কারণে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, মূল অনুষ্ঠানের দিনে পতাকার চাহিদা এখনকার তুলনায় আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে।
ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান তারেক রহমান। এরপর থেকে সেখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান ফিরতে পারেননি। অবশেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন তারেক রহমান। সময় সংবাদ