News update
  • DUCSU 2025 Election's Digital Mirage     |     
  • Houthi drone hits Israeli airport as Gaza City attacks mount     |     
  • Khulna’s new central jail promises real change in care     |     
  • Undersea cables cut in Red Sea, snaps net access in Asia, ME     |     
  • Special recognition for Singer Sabina Yasmin at Shilpakala     |     

সৌদিতে পরীক্ষামূলক চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি চালু

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2023-04-08, 9:04pm

resize-350x230x0x0-image-219026-1680951745-bb4ac4a16e15013a145d947bd7a17a3f1680966280.jpg




সৌদি আরব প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি চালুর ঘোষণা দিয়েছে। দুর্ঘটনা কমানো, পরিবহন খাতের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করে সৌদি সরকার বৈদ্যুতিক এ গাড়ি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। খবর গালফ বিজনেসের।

দেশটির পরিবহন উপমন্ত্রী রুমাইহ আল রুমাইহ সম্প্রতি রিয়াদের বিজনেস ফ্রন্টে ‘ধাহাইনা’ (স্মার্ট) শীর্ষক একটি প্রকল্পের আওতায় পরীক্ষামূলক চালকবিহীন গাড়ির উদ্বোধন করেন। রিয়াদ বিজনেস ফ্রন্টের মালিক আরওএসএইচএন গ্রুপ। প্রতিষ্ঠানটি হাঁটার সুবিধাযুক্ত পথ ও পরিবেশবান্ধব যোগাযোগের উন্নয়ন নিয়ে কাজ করে।

সৌদি সরকারের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য ছিল, দেশটিতে চালকবিহীন গাড়ি সম্পর্কে মানুষের মধ্যে সচেনতা বৃদ্ধি করা, এবং এই গাড়ির গ্রহণযোগ্যতা বাড়ানো। বলা হচ্ছে, এটি দীর্ঘ প্রক্রিয়ার প্রথম ধাপ মাত্র। শিগগিরই চালকবিহীন গাড়ি চালুর বিষয়ে নতুন নীতিমালা তৈরি করা হবে। চালকবিহীন গাড়ি চালুর উদ্যোগ সমসাময়িক পরিবহন ব্যবস্থাকে সহজতর করবে এবং ভবিষ্যতে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করবে। আল রুমাইহ চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি প্রবর্তনের কৌশল এবং পরিবহনশিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহারের পরিকল্পনা তুলে ধরেন।

পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক গাড়ি চালুর বিষয়ে মন্ত্রণালয়ের লক্ষ্য হলো, পরিবহন-সম্পর্কিত দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা, অভ্যন্তরীণ গতিশীলতা বৃদ্ধি ও পরিবেশের ওপর পরিবহন খাতের প্রভাব কমিয়ে আনা।

আরওএসএইচএন গ্রুপের প্রধান উন্নয়ন কর্মকর্তা ওসামা কাব্বানি বলেছেন, ধাহাইনা উদ্যোগটি সৌদি আরবের পরিবহন খাতে প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, তারা রাজ্যজুড়ে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব ব্যবস্থা তৈরি করতেও প্রতিশ্রুতিবদ্ধ। তথ্য সূত্র আরটিভি নিউজ।