News update
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রবি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-02-16, 6:07pm

rgtyy-f1b1cf0a46edf27819f9dbf1e45f71d61708085276.jpg




বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পনসর হয়েছে দেশের শীর্ষ ৪ দশমিক ৫-জি টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। এর মাধ্যমে টাইগারদের সঙ্গে গৌরবময় পথচলার দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্পনসর হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রবি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবি'র প্রধান কার্যালয়ে এই বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও রাজীব শেঠি, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে বিসিবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পনসর হিসেবে রবি'র নাম ঘোষণা করেন।

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত রবি বিসিবি'র স্পনসর হিসেবে যুক্ত ছিল। এই সময়ের মধ্যে জাতীয় ক্রিকেট দল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জয়ের স্মরণীয় সাফল্য অর্জন করে।

২০১৬ সালে দলটি এশিয়া কাপে রানার্স-আপ হয় এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির একটি বড় ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয়। রবি'র ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন থেকে বাংলাদেশ এই সময়ের ঝড় তোলা পেসার এবাদত হোসেনকে পেয়েছে।

বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট এক অবিরাম ভালোবাসার নাম। বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটের যেকোনো অর্জন দেশের মানুষ ও পুরো দেশকে দারুণভাবে ঐক্যবদ্ধ করে সামনে এগোনোর অনুপ্রেরণা দেয়। ব্র্যান্ড স্লোগান 'পারবে তুমিও' -এর চেতনাকে ধারণ করে ক্রিকেটের মাধ্যমে অদম্য বাংলাদেশকে এগিয়ে নিতে চায় রবি।

রবি'র এমডি ও সিইও রাজীব শেঠি বলেন, এ দেশের ক্রিকেটের অনেক 'প্রথম'- সাফল্যের সঙ্গে রবি'র নামটি যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রবি'র পারবে তুমিও চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরও বড় বড় সাফল্য বাংলাদেশের জন্য নিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আবারও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রবি গর্বিত। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে বাংলাদেশ ক্রিকেট।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে নতুন এ যাত্রায় রবি'কে স্বাগত জানিয়ে বিসিবি'র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, জাতীয় দলের স্পনসর হিসেবে রবি'র মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিনে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।