News update
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     
  • BDR Carnage Mystery Must Be Unveiled: Prof Yunus      |     
  • Jamaat Ameer Meets Khaleda Zia in London     |     

রবি’র বসন্ত উদযাপন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-03-28, 7:57pm

lkjkauof98-55d9cd316e0aed4e810de7fe759d98b51711634306.jpg




বসন্তের আমেজকে সবার মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী বসন্ত উৎসব উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় ফোরজি এবং মোবাইল নেটওয়ার্ক সেবাপ্রদানকারী কোম্পানি রবি।

রাজধানীতে রবির করপোরেট অফিসে সম্প্রতি ‘রবি বসন্ত উৎসব’ পালন করে রবি’র কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মীরা।

প্রাণবন্ত কর্মপরিবেশে রবির কর্মীরা যে সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করে, রঙিন এই উদযাপনটি তারই প্রতিফলন। সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এই আয়োজন বসন্তের রঙিন চেতনাকে সবার মাঝে আরও ছড়িয়ে দেবে।

রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায়ও বসন্ত উৎসব উদযাপন করেছে রবির কর্মীরা।