News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

ঈদে আকর্ষণীয় সব বান্ডেল অফার নিয়ে এলো শাওমির ‘ঈদ উইথ মি' ক্যাম্পেইন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-04-01, 8:28am

screenshot_2024-04-01-08-26-18-61_99c04817c0de5652397fc8b56c3b3817-4f677ec38f8fa7d068f83788c5a3c4c51711938483.jpg




ঈদের আনন্দ আরও উৎসবমুখর করতে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি এবারের ঈদে মি ফ্যানদের জন্য নিয়ে এসেছে 'ঈদ উইথ মি' ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে থাকছে দারুণ কিছু অফার যা ঈদের খুশিকে আরও বহুগুণে বৃদ্ধি করবে। যেখানে শাওমির সম্প্রতি লঞ্চ হওয়া রেডমি নোট ১৩ সিরিজ এবং রেডমি ১২ এর ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের সাথে দেয়া হচ্ছে আকর্ষণীয় বান্ডেল অফার। 

শাওমির দুর্দান্ত সব স্মার্টফোনগুলোর পাশাপাশি শাওমি ব্র্যান্ডের অন্যান্য ক্যাটাগরির প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে ঈদের আনান্দ বাড়িয়ে দিতেই শাওমি ফ্যানদের জন্য এই 'ঈদ উইথ মি' ক্যাম্পেইন। 

এই ক্যাম্পেইনে রেডমি নোট ১৩ সিরিজের একটি স্মার্টফোন অথবা রেডমি ১২ এর ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট স্মার্টফোনটির সাথে শাওমির নির্দিষ্ট অন্য যেকোনো প্রোডাক্ট কিনলে, সেই প্রোডাক্টটির উপর থাকবে ৩৫% পর্যন্ত মূল্যছাড়। নির্দিষ্ট এই প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে- শাওমি এ প্রো সিরিজ টিভি, রেডমি ওয়াচ ৩ অ্যাক্টিভ এবং রেডমি বাডস ৪ অ্যাক্টিভ।

এই এক্সক্লুসিভ বান্ডেল অফারটি এসেছে তিনটি ভিন্ন প্যাকেজে। শাওমি এ প্রো সিরিজের টিভিসহ রেডমি নোট ১৩ সিরিজ অথবা রেডমি ১২ এর ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট স্মার্টফোনটি কিনলে, ক্রেতারা এ প্রো সিরিজের টিভি এর উপর উপভোগ করতে পারবেন ২০% মূল্যছাড়। আবার, রেডমি নোট ১৩ সিরিজ অথবা রেডমি ১২ এর ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট স্মার্টফোনটির সাথে রেডমি ওয়াচ ৩ অ্যাক্টিভ কিনলে, ৪,২৯৯ টাকার খুচরা মূল্যের ওয়াচটি পাওয়া যাবে মাত্র ২,৯৯৯ টাকায়। 

অন্যদিকে, রেডমি নোট ১৩ সিরিজ বা রেডমি ১২ এর ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট স্মার্টফোনটির সঙ্গে রেডমি বাডস ৪ অ্যাক্টিভ পছন্দ করলে, বাডসটি মূল্যছাড়ে পাওয়া যাবে ১,৪৯৯ টাকায় যার খুচরা মূল্য ২,৩৪৯ টাকা। এই অফারগুলো ছাড়াও, গ্রাহকদের জন্য এই ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় ডেটা বান্ডেল অফার।

শাওমির নির্দিষ্ট কিছু স্টোরে ‘ঈদ উইথ মি' ক্যাম্পেইনের অফারটি পাওয়া যাবে। পরবর্তী কোন নির্দেশনার আগ পর্যন্ত ঈদের এই অফারটি চলতে থাকবে।