News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

সাবমেরিন ক্যাবলের সমস্যা সমাধানে নেই সুখবর

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-04-24, 3:10pm

images-27-c1ab052ee62d8e2282edac56fff3d4f61713949898.jpeg




সাবমেরিন ক্যাবলের সমস্যা সমাধানে নেই সুখবর

ক্ষতিগ্রস্ত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সিমিউই-৫) কবে নাগাদ ঠিক হবে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড।

আর বুধবারের (২৪ এপ্রিল) আগে সিমিউই-৪ ক্যাবল দিয়ে বিকল্প উপায়ে ব্যান্ডউইথ সরবরাহ করা যাবে না। এ অবস্থায় ইন্টারনেট ব্যবহারকারীদের আরও কয়েকদিন ভুগতে হবে।

সাবমেরিন ক্যাবল কোম্পানির এমডি মির্জা কামাল আহমেদ জানান, সিঙ্গাপুরে ফাইবার কেবল কাটা পড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৫ দিয়ে ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে দেশে ইন্টারনেটে ধীরগতি রয়েছে। ক্যাবল মেরামত করে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে।

শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়। বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ এ ভোগান্তিতে পড়েছে।  আরটিভি নিউজ।