News update
  • Power Supply from Adani Plant to Bangladesh Comes to a Halt      |     
  • ‘March for Gaza’ in Dhaka Demands End to Israeli Offensive in Palestine     |     
  • Kishoreganj’s ‘Pagla Mosque’ collects 28 sacks of donation     |     
  • Bangladesh Sent Garments to 36 Nations via India     |     

‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ বিজয়ীর নাম ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-05-20, 5:31pm

uwuryuewyrwru-a2ae9f8dd321b6373dc2682719cb213d1716204701.jpg




অপো এ৬০ স্মার্টফোনের উন্মোচনকে উদযাপন করতে ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’- এর ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করেছে বৈশ্বিক স্মার্টফোন উদ্ভাবনী প্রতিষ্ঠান অপো।

৮ মে, ২০২৪, থেকে ১৪ মে, ২০২৪, পর্যন্ত চলা ফোনটির প্রি-অর্ডার ক্যাম্পেইনে বহু সংখ্যক গ্রাহক অংশ নেয়। বাজারে আসার পর অপো এ৬০ এই সেগমেন্টে সবচেয়ে কাঙ্খিত ডিভাইসগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।

লটারির মাধ্যমে নির্বাচিত করে এই ক্যাম্পেইনের বিজয়ীকে এক লাখ টাকার পুরস্কার প্রদান করা হয়েছে। অপো এ৬০ এর মতো অত্যাধুনিক প্রযুক্তির ফোনটির অভিজ্ঞতা নিতে অত্যন্ত উৎসাহী ছিলেন প্রি-অর্ডার ক্যাম্পেইনে

অংশগ্রহণকারী স্মার্টফোনপ্রেমীরা। তাদের মধ্য থেকে রাজধানীর ফার্মগেট এলাকার মোহাম্মদ ইউনূস হয়েছেন ভাগ্যবান বিজেতা। পুরস্কার হিসেবে তাকে এক লাখ টাকার চেক দেওয়া হয়।

অপো এ৬০ ফোনে রয়েছে বিশেষ ‘স্প্ল্যাশ টাচ’ ফিচার, যা ভেজা হাতে ব্যবহারের সময়ও ফোনের ব্যবহারকারীকে দেয় সঠিক রেসপন্সের নিশ্চয়তা। টাচ আইসি’র সঙ্গে অপো’র সমন্বয়ের মাধ্যমে অপো এ৬০-এর ফিচারটিকে টাচ চিপের সঙ্গে সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। ফলে বর্ষায় কিংবা অনাকাঙ্ক্ষিত পানির ছিঁটে-ফোঁটা থাকলেও ফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন।

নতুন উন্মোচিত অপো এ৬০ ডিভাইসের ১৬জিবি*+২৫৬ জিবি ভ্যারিয়েন্টে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা এর পারফরম্যান্সের দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা প্রদান করে। ফোনটির সাবলীল নেভিগেশন এবং অনেক অ্যাপের একসঙ্গে ব্যবহারে সক্ষমতা চার বছরেরও বেশি সময়ের জন্য ব্যবহারকারীদের দেবে ‘নতুন ফোন ব্যবহারের অনুভূতি’।

অপোপ্রেমীদের জন্য ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ ছিল একটি উৎসবমুখর ক্যাম্পেইন, যেখানে তারা তাদের পছন্দের ফোন বেছে নেওয়ার পাশাপাশি ‘ইন্সপিরেশন অ্যাহেড’ খুঁজতে একটি চমৎকার ক্যাম্পেইনে নিজেদেরকে যুক্ত করতে পেরেছেন।