News update
  • BNP senses ‘dangerous conspiracy’ against democratic transition     |     
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     

হাই স্ক্রীন রিফ্রেশ রেটে পাওয়া যাবে ভিভো ওয়াই১৮

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-05-30, 10:48am

ewrqweweee-e9456b1378056a0a0681513b7f0503881717044489.jpg




পড়াশোনার বিস্তৃত জগতের আনন্দ আরো বাড়িয়ে দেয় হাতে থাকা স্মার্টফোন। খুব দ্রুত তথ্য পাওয়া সম্ভব। তেমনি ই-বুক বা কোনো ভিডিও থেকে জেনে নেয়া যায় কোনো বিষয় সম্পর্কে। সেজন্য চাই ভালো ডিসপ্লে, ব্যাটারি। দামটাও চাই হাতের নাগালে। 

এসব দিক বিবেচনা করেই ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। খুব শিগগিরই দেশে আসছে ভিভো ওয়াই১৮। 

৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে থাকছে ভিভো ওয়াই১৮ তে। শিক্ষার্থীদের সুবিধার্থে ৮৪০ নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে ভিভো। এমনকি বাজেটের মধ্যেই  ৯০ হার্জ হাই স্ক্রীন রিফ্রেশ রেট পাওয়া যাবে স্মার্টফোনটিতে। 

বাজেটের মধ্যেই ৬ জিবি র‍্যামে এবং ১২৮ জিবি রম সুবিধা দেবে ভিভো ওয়াই১৮। চাইলে নিজেদের প্রয়োজন অনুসারে আরো ৬ জিবি র‍্যাম বাড়াতে পারবে শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীর স্মার্টফোনটি ব্যবহার করার পাশাপাশি সব প্রয়োজনীয় ডেটা সংরক্ষণে পাবে বিশাল স্টোরেজ সুবিধা।

তরুণ শিক্ষার্থীরা পড়াশোনার সাথে ফটোগ্রাফিতেও নিজেদের প্রতিভার বিকাশ করতে সাহায্য করছে ভিভো। দারুণ সব ফিচারের সাথে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরা থাকছে ভিভো ওয়াই১৮ তে। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 

ভিভো ওয়াই১৮ তে থাকছে মিডিয়াটেক জি৮৫ হেলিও প্রসেসর এবং এর অপারেটিং সিস্টেমে থাকছে ফানটাচ ওএস১৪। আপডেটেড অ্যান্ডরয়েড ১৪ সমৃদ্ধ ফানটাচ ওএস১৪ শিক্ষার্থীদের কাজকে আরো সহজ করবে। 

ভিভো ওয়াই১৮ এর ৫০০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারির সাথে থাকবে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এতে কম সময়ে দ্রুত চার্জে সুযোগ পাবেন শিক্ষার্থীরা। একই সাথে ক্লাস, টিউশন সামলে নিজেদেরকে মাল্টিটাস্কিংয়ে দক্ষ করার প্রস্তুতি নিতে সাহায্য করবে ভিভো ওয়াই১৮। 

বাজেটের মধ্যে আপডেটেড সব ধরণের সুবিধা নিয়ে খুব শিগগিরই শিক্ষার্থীদের হাতে মুঠোয় আসছে ভিভো ওয়াই১৮।