News update
  • JICA, Milestone School sports festival to support students’ emotional recovery     |     
  • Bangladesh gold market breaks record as prices hit Tk 2.57 lakh per bhori     |     
  • Joint forces' drive for 'silent zone' around Airport: 94 cases filed     |     
  • Al-Arafah Islami Bank to suspend all services for 9 days starting Jan 30     |     
  • Bangladesh GDP to Grow 5% in 2026 Amid Rising Price Pressures     |     

আইকনিক স্টুডিও হারকোর্ট ফিচার নিয়ে আসছে স্মার্টফোন অনার ২০০ সিরিজ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-06-28, 6:08pm

kuduhaujfiur-fe5a5ba835e41a16e6b8d8b629d3d4331719576524.jpg




মোবাইল ফটোগ্রাফারদের জন্য সুখবর। শিগগিরই দেশের বাজারে আসছে স্মার্টফোন ব্র্যান্ড অনারের নতুন ডিভাইস ‘অনার ২০০ এবং অনার ২০০ প্রো’। নতুন এই স্মার্টফোনে যুক্ত করা হয়েছে আইকনিক স্টুডিও হারকোর্ট ফিচার। যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য অনার ২০০ সিরিজের স্মার্টফোনে থাকবে এই ফটোগ্রাফি স্টুডিও। প্রযুক্তিপ্রেমিদের জীবন সহজ ও সমৃদ্ধ করতে ডিজিটাল এবং মাল্টিমিডিয়ার নানা ধরনেরও অভিজ্ঞতা সরবরাহ নিশ্চিত করতেই স্মার্টফোন ব্র্যান্ড অনারের নতুন এই ফটোগ্রাফি ফিচার সংযোজন।

স্টুডিও হারকোর্ট সম্পর্কে সংক্ষেপে ধারনা নেয়া যাক- স্টুডিও হারকোর্ট হলো একটি ফটোগ্রাফি স্টুডিও যা ১৯৩৩ সালে প্যারিসের রু ক্রিস্টোফ-কলম্বে ১১-এ কসেট হারকোর্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ১৯৩৪ সালে তিনি হারকোর্ট স্টুডিও খুঁজে পেতে ল্যাক্রোইক্স ভাই, প্রেস বস এবং নিনা রিকির ছেলে রবার্ট রিকির সঙ্গে বাহিনীতে যোগ দেন। এটি মূলত চলচ্চিত্র তারকা এবং সেলিব্রিটিদের কালো-সাদা ফটোগ্রাফের জন্য বিশেষভাবে পরিচিত, তবে একজনের জীবনে কয়েকবার হারকোর্টে তোলা ছবি এক সময় ফরাসি উচ্চ মধ্যবিত্তদের মধ্যে আদর্শ হিসাবে বিবেচিত হতো। স্টুডিওটি বর্তমানে প্যারিসের ১৬তম অ্যারনডিসমেন্টের ৬, রুয়ে ডি লোটাতে অবস্থিত। ২০০০ সালে জ্যাক ল্যাংয়ের উদ্যোগে ফরাসি রাজ্য ১৯৩৪ থেকে ১৯৯১ সালের মধ্যে স্টুডিও হারকোর্টের ফটোগুলো কিনে নেন ৫ লাখ ৫০ হাজার ব্যক্তি এবং ১ হাজার ৫০০ সেলিব্রিটির প্রায় ৫ মিলিয়ন নেগেটিভ। এছাড়া ২০১০ সালে হারকোর্টে একটি ছবি তোলার জন্য প্রায় ২ হাজার ইউরো খরচ হয়।

যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য স্টুডিও হারকোর্ট নতুন এক ট্রেন্ডের নাম। সাদা কালো ছবির অভিজ্ঞতা বদলে দেবে এই ফটো ফিচার। চাইলে ছবিতে যুক্ত করতে পারবেন স্টুডিও হারকোর্ট লোগো ট্যাগ। এছাড়া ডিভাইসটি আপনাদের দেবে ভিডিও এবং ছবি তোলায় আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে আরো নতুন নতুন বেশ কিছু ফিচার। এছাড়া ডিভাইসটিতে একটি এআই ইন্টেলিজেন্ট চার্জিং মোড থাকবে, যা ব্যবহারকারীদের চার্জ করার অভ্যাসকে বুদ্ধিমত্তার সঙ্গে সনাক্ত করে এবং একটি সর্বোত্তম চার্জিং অভিজ্ঞতা প্রদানের জন্য বিভিন্ন কারণের ওপর ভিত্তি করে চার্জিং প্রোটেকশন স্ট্র্যাটিজিগুলো অ্যাডজাস্ট করবে।

এবার জেনে নেয়া যাক বাজারে আসতে যাওয়া অনারের নতুন ডিভাইস সম্পর্কে। অনার ২০০ প্রো মডেলে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলিউশন যুক্ত কোয়াড-কার্ভ ওলেড প্যানেল থাকবে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। উন্নত সংস্করণের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট এই ডিভাইসটিকে করছে শক্তিশালী। তার সঙ্গে ২৪ জিবি (১২ জিবি ডেডিকেটেড + ১২ জিবি টার্বো) পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি অনবোর্ড স্টোরেজ। ফটোগ্রাফির জন্য অনার ২০০ প্রো স্মার্টফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি অমনিভিশন এইচ৯০০০ সেন্সর, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ফোনের ডিসপ্লের উপর থাকবে ৫০ এবং ২ মেগাপিক্সেলের ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটির ওজন হবে ১৯৯ গ্রাম। এছাড়াও এই স্মার্টফোনে থাকবে নতুন প্রযুক্তির কার্বন সিলিকন ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সাথে ৬৬ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকবে ডুয়াল সিমের সাপোর্ট এবং ৫জি কানেক্টিভিটি। অ্যান্ড্রয়েড ১৪ বেসড ম্যাজিক ওএস ৮.০- এর সাহায্যে পরিচালিত হবে অনারের নতুন এই স্মার্টফোন। বাজারে আসতে যাওয়া নতুন এই ডিভাইসটির দাম, লঞ্চের তারিখ এবং বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। বিস্তারিত জানতে অনার বাংলাদেশ ফেসবুক পেজে চোখ রাখুন।