News update
  • Modi-Yunus Talks to Boost Dhaka-New Delhi Ties     |     
  • 10m SIM Holders Left Dhaka During Eid, 4.4m Returned     |     
  • Bangladesh Moves Up in Global Passport Strength Index     |     
  • Protests in India over Waqf (Muslim gift) Amendmdment Bill     |     

মহাকাশ থেকে ভোট দিলেন নভোচারীরা

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-11-06, 7:19am

img_20241106_071920-572594ae465338786507d40251e16de11730855982.jpg




মহাকাশ থেকে ভোট দিয়েছেন কয়েকজন নভোচারী। বাচ উইলমোর, সুনি উইলিয়ামস ও ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আগাম ভোট দেন।

নির্বাচন নিয়ে কাজ করা টেক্সাসের হ্যারিস কাউন্টি ক্লার্ক অব কোর্ট এমনটি জানায়। খবর সিএনএনের।

নাসার নভোচারীরা নির্বাচনের দিনে নিজেদের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। এতে দেখা যায়, তারা জাতীয় পতাকা রঙের মোজা পরা অবস্থায় রয়েছেন। এটি তাদের নির্বাচনী আবহের প্রতি সমর্থন প্রকাশের একটি উপায়।

যেভাবে সাধারণত মহাকাশ স্টেশন এবং মিশন কন্ট্রোলের মধ্যে তথ্য স্থানান্তরিত হয়, সেভাবেই মহাকাশে দেওয়া ভোটগুলো পৃথিবীতে পাঠানো হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর মহাকাশ স্টেশন থেকে উইলিয়ামস সাংবাদিকদের বলেছিলেন, এটি আমাদের নাগরিক হিসেবে একটি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমি মহাকাশ থেকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা সত্যিই দারুণ।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মঙ্গলবার ভোটগ্রহণ চলছে। জাতীয় এ ভোট পরবর্তী প্রেসিডেন্টের পাশাপাশি প্রতিনিধি সভা ও সিনেট গঠনও নির্ধারণ করবে।

প্রসঙ্গত, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে এবার স্মরণকালের সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটযুদ্ধ হচ্ছে। দেশটির ইতিহাসে এবারই প্রথম ভারতীয় বংশোদ্ভূত কোনো নারী প্রার্থীর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা দেখা দিচ্ছে। তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে ইতিহাস হবে। আরটিভি