News update
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     

অপো ইমাজিন ইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের মানবিক দৃষ্টিভঙ্গি: ভালবাসা, স্মৃতি ও দৈনন্দিন সৌন্দর্যের গল্প

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-11-12, 11:33pm

iyiiuyiuiiol-aa30fb78e61afe19c5a25c39f9721cdb1731432793.jpg




৮১টি দেশ ও অঞ্চল থেকে প্রাপ্ত ১ মিলিয়নেরও বেশি এন্ট্রি নিয়ে অপো ইমাজিন ইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে জীবনের আকর্ষণীয় মুহূর্ত ধরে রাখার ক্ষেত্রে মোবাইল ফটোগ্রাফির সম্ভাবনাকে উদযাপনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্যারিস ফটো ২০২৪-এ প্রদর্শিত হওয়া ৫৬টি ব্যতিক্রম কাজকে স্বীকৃতি জানিয়ে এই বছরের প্রতিযোগিতায় প্রকাশ পেয়েছে কীভাবে মোবাইল ইমেজিং প্রযুক্তি সীমানার বাইরে গিয়ে মানবতা, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের গল্প বলতে পারে।  

বিজয়ী হওয়া প্রতিটি ছবি সর্বজনীন অভিজ্ঞতার একটি আভাস দেয়। এগুলিতে এমন সব মুহূর্তকে তুলে ধরা হয়েছে যেগুলি বিভিন্ন সংস্কৃতি এবং মানবিক সম্পর্ককে প্রতিফলিত করে। এই গল্পগুলিতে সম্পর্ক স্থাপনে মোবাইল ফটোগ্রাফির অনন্য শক্তি ও উন্নত ইমেজিং প্রযুক্তি কীভাবে সবাইকে নিজের বিশ্বকে ফ্রেমে তুলে ধরতে সাহায্য করে তা ফুটে উঠেছে। 

মুহূর্ত ধরে রাখার চেয়েও বেশি কিছু: স্ন্যাপশটে নির্মল আনন্দ

চীনের হেবেইয়ের হুতুও নদীর তীরে এক শিশু গ্রীষ্মের উজ্জ্বল দিনে বুদবুদের মধ্যে খেলা করছে, তার হাসিতে যেনো বাতাস ভরে উঠছে। "সামার বাই হুতুও রিভার"-এ অপেশাদার ফটোগ্রাফার লিয়াং জিবিং এই আনন্দকে প্রাণবন্তভাবে তুলে ধরেছেন, যা শৈশবের জাদুময়তাকে প্রকাশ করে। এই হৃদয়স্পর্শী ছবিটি ২০২৪ অপো ইমাজিন ইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে সম্মানজনক মাস্টার অ্যাওয়ার্ড অর্জন করেছে।

একজন নিবেদিতপ্রাণ বাবা লিয়াং মোবাইল ফটোগ্রাফির সহজলভ্যতা ও মুহূর্তেই স্মৃতি ধরে ক্ষমতাকে গুরুত্ব দেন। ”অপো ফাইন্ড এক্স৭ আলট্রা থাকায়  আমাকে ভালো কোনো দৃশ্য মিস করা নিয়ে চিন্তা করতে হয় না। আমি শুটিংয়ের পরে সরাসরি আমার বন্ধুদের সাথে বা সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করতে পারি,”জানান তিনি। লিয়াংয়ের দৃষ্টিভঙ্গি শুধু একটি মুহূর্তকে ধরে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি তারুণ্যের উষ্ণতা এবং সরলতাকে  জীবন্ত করে তুলতে চায়। সবকিছুই ফ্রেমে থেকে যায় অপো’র উন্নত ইমেজিং প্রযুক্তির মাধ্যমে, যা ক্ষণস্থায়ী অভিব্যক্তিগুলিকে নির্ভুলভাবে ধরে রাখে। “একটি ভাল ছবি শুধু একটি ভিজ্যুয়াল স্ন্যাপশট নয়। এটি আবেগকে নাড়া দেয় এবং গভীরভাবে দর্শকের সাথে সংযোগ স্থাপন করে,”লিয়াং বলেন। এই বক্তব্য অপো’র একটি ক্লিকের মাধ্যমে জীবনের ক্ষণস্থায়ী অনুভূতিকে ধরেরাখার জন্য প্রত্যেককে অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যকে প্রতিফলিত করে। 

স্মৃতি ও অব্যক্ত বন্ধন: প্রজন্মের সংযোগ

কাজুউকি কাওয়াহারার ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী ‘থ্রেড’ আমাদেরকে চীনের  একটি শহর থেকে জাপানের গ্রামাঞ্চলে পারিবারিক বন্ধনের এক জগতের মধ্য দিয়ে নিয়ে যায়৷ অপো’র ফাইন্ড এক্স৭ আলট্রা দিয়ে কাওয়াহারা তার মেয়ে এবং আলঝাইমারে আক্রান্ত তাদের দাদির হৃদয়স্পর্শী ছবি তুলেছেন। তিন প্রজন্মের এই প্রতিনিধিরা তাদের বংশের এক বাড়িতে একটি দিন কাটান এবং বৃদ্ধার  বিবর্ণ স্মৃতিগুলিকে রোমান্থন করেন।

ছবির এই সিরিজে তাদেরকে স্ট্রিং দিয়ে গেম খেলতে, মাঠে সবজি তুলতে, লিপস্টিক লাগাতে, চুল কাটতে এবং হাতে বানানো পুতুল নিয়ে খেলতে দেখা  যায়। কালের ধীর প্রবাহে চারিদিকে খুশির আমেজ। ফটোগ্রাফি সবাইকে এমন সব স্মৃতি ধরে রাখতে দেয়,যেগুলি কোনো শব্দ প্রকাশ করতে পারে না। অপো স্মার্টফোন দিয়ে ধরে রাখা পারিবারিক বন্ধনের এই মুহূর্তগুলি চিরকাল স্মৃতি হয়ে থেকে যাবে।  

ফটোগ্রাফির ভাষায় ভালোবাসার কথা বলা হয় না, কিন্তু স্পষ্টভাবে তা ধরা পড়ে। একইভাবে, মিশরের হানা গালাল গাদের "আনস্পোকেন বন্ড"-এ মানুষ ও ঘোড়ার মধ্যে একটি সাধারণ অথচ গভীর সম্পর্ক ফুটে উঠেছে। পোর্ট্রেট বিভাগে স্বীকৃত এই ছবিটি যৌবনে তার ঘোড়ায় চড়ার স্মৃতিকে তুলে ধরে। ঘোড়ায় চড়ার জন্য বাবা ও স্কুলকে এড়িয়ে চলা এক ছাত্রী এখন অভিভাবক হিসেবে তার সন্তানের মুখোমুখি। সে তার মায়ের মতোই ঘোড়ায় চড়ার আনন্দ পেতে চলে যায় উন্মুক্ত মাঠে। গাদ মনে করেন, অপো’র  ইমেজিং প্রযুক্তি প্রতিটি ছবির মধ্যে গল্প তুলে ধরে। ডিটেইল ও  প্রাকৃতিক আলোর মেলবন্ধনে এক পরিশুদ্ধ আবেগের সৃষ্টি হয় এই ছবিতে।

ফটোগ্রাফিতে ধরা পড়া মুহূর্তগুলি ভাষাকে অতিক্রম করে। জাপানের "থ্রেড" থেকে মিশরের "আনস্পোকেন বন্ড" - সব ছবিতেই আমরা সময় ও স্থানের সীমানা অতিক্রম করে ভালবাসার এক চিত্রপট তৈরিতে ফটোগ্রাফির শক্তিকে অনুভব করতে পারি।   

দৈনন্দিন জীবনের সৌন্দর্য: সাংস্কৃতিক আখ্যানকে গুরুত্ব

মায়ানমারের প্রত্যন্ত গ্রামাঞ্চলে একজন রাখাল তার গবাদি পশুকে সবুজ চারণভূমিতে নিয়ে যাচ্ছে। তার অনুগত কুকুরটি পাশ দিয়ে তাকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে। কিয়াও কিয়াও উইনের এই সাধারণ অথচ শক্তিশালী ছবি “অর্ডিনারি লাইফ” দৈনন্দিন জীবনের সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। ট্রাভেল ক্যাটাগরিতে উইনের এই ছবি মিয়ানমারের গ্রামীণ জীবনধারার সম্প্রীতিকে প্রকাশ করে, যা এখন দৃশ্যমান কম হলেও সর্বজনীন।

বিচারকরা বলেছেন, অনেকগুলো ছবি আলাদাভাবে আমাদের চেতনাকে নাড়া দিয়েছে। ফটোগ্রাফি এমন মুহূর্তের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করায়, যা সচরাচর দৃষ্টির আড়ালেই থেকে যায়। উইন সাধারণ ছবিকে অসাধারণ করেন তোলে ও ফটোগ্রাফিকে মানুষের সংযোগ বৃদ্ধির একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। উইন বলেন, “একটি ছবি শব্দ ব্যবহার না করে খুব সহজেই একটি গল্প বলতে পারে এবং অন্যদের জীবন বুঝতে সাহায্য করে। এটি সাধারণ অভিজ্ঞতা ও আবেগ প্রকাশের মাধ্যমে যেকোনো স্থানের মানুষকে কাছাকাছি নিয়ে আসে”।

উইন যেকোনো সময়ে যেকোনো জায়গায় স্ন্যাপ অপটিমাইজ করার জন্য অপো স্মার্টফোনের অসাধারণ সব ফিচার ও মেথডের প্রতি বিস্ময় প্রকাশ করেন। এগুলির মধ্যে রয়েছে দারুণ ক্ল্যারিটি, অটোফোকাস ও ওয়াইড-অ্যাঙ্গেল ফিচার। তিনি আরও বলেন, "অপোর এই প্রযুক্তির সাহায্যে আমি যেভাবে কল্পনা করেছি ঠিক সেইভাবে দৃশ্যটি ক্যাপচার করতে পেরেছি”।

প্রতিটি গল্প মোবাইল ইমেজিংয়ের বিষয়ে অপো’র মানবিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। প্রতিটি ছবিতেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবনের সৌন্দর্য এবং গভীরতাকে অনুভব করা যায়। শৈশবের হাসি থেকে শুরু করে বিভিন্ন প্রজন্মের বন্ধন ও গ্রামীণ মায়ানমারের দৈনন্দিন জীবন –  অপোর ইমেজিং প্রযুক্তি অবেগ ও অর্থময়তা যোগ করে ফটোগ্রাফারদের এই মুহূর্তগুলিকে অমর করে রাখতে সাহায্য করেছে। 

মোবাইল ফটোগ্রাফির উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে সবাইকে মূল্যবান সব জীবনের গল্পকে ধরে রাখতে উপভোগ করতে ও শেয়ার করতে অপো আমন্ত্রণ জানায়। অপো বিশ্বাস করে যে, একটি ছবি সত্যিই হাজারো শব্দ বলতে পারে।