News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

দেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমির সাথে যুক্ত হলেন তামিম ইকবাল

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-01-05, 9:25pm

werwerwerew-3107a6f631188df2c18c5b0f11b180831736090742.jpg




লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড এবং গ্লোবাল টেকনোলজি জায়ান্ট, শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর  নিযুক্ত হয়েছেন ।

এই পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশে শাওমির পথচলায় এক নতুন যুগের  সূচনা হলো। ক্রিকেটার হিসাবে তামিম ইকবালের রয়েছে বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার এবং লাখো ভক্ত, অন্যদিকে শাওমি দেশের মানুষের কাছে সব থেকে জনপ্রিয় এবং নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ড।

ফলে তামিম ইকবালের সাথে শাওমির এই পথচলা দেশের লাখো ভক্তের সাথে শাওমির সম্পর্ককে আরও জোরদার করবে।

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ধৈর্য এবং দৃঢ়তার প্রতীক। মাঠে তাঁর খেলা, আত্মবিশ্বাসী মনোভাব এবং নেতৃত্ব সবাইকে অনুপ্রাণিত করে। তামিম যেমন তার পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেন, ঠিক তেমনি শাওমি ইনোভেটিভ টেকনোলজি দ্বারা গ্রাহকদের জীবন সহজ ও আকর্ষণীয় করে আসছে। তামিম-শাওমির এই জুটি বাংলাদেশে শাওমির অবস্থানকে আরও দৃঢ় করবে।

এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে দেশসেরা এই ওপেনিং ব্যাটার বলেন, "দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমির সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্র্যান্ড হিসেবে শাওমি সর্বদা প্রশংসার দাবী রাখে। ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে তার গ্রাহকদের অত্যাধুনিক পণ্য সরবরাহ করে আসছে। আমি এমন একজন মানুষ যার কাছে পারফরম্যান্স ও রিলায়বিলিটি ভীষণ গুরত্বপূর্ণ। ব্র্যান্ড হিসেবে শাওমির ভিশন ও আমার নৈতিকতার মাঝে বেশ মিল খুঁজে পাই। শাওমির সাথে এই পথচলা আমার জন্য একটি রোমাঁচকর অভিজ্ঞতা হবে বলে আশা করছি। “

নতুন এই পথচলা নিয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন,“লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। দেশের নাম্বার ওয়ান ব্যাটার তামিম ইকবাল। তাঁর অন্তর্ভুক্তি দেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড হিসেবে শাওমির অবস্থানকে নিখুঁতভাবে তুলে ধরবে। তামিম এবং শাওমি উভই তাদের নিজ জায়গা থেকে সৎ, নিষ্ঠা ও শ্রেষ্ঠত্ব দ্বারা নিজেদের অবস্থান আরও দৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, তামিম ইকবালের অন্তর্ভুক্তি তরুণ প্রজন্মের সঙ্গে শাওমির সম্পর্ককে আরও জোরদার করণের পাশাপাশি দেশের লয়্যাল শাওমি ফ্যানদের জন্য দারুণ কিছু বয়ে আনবে।“

এই পার্টনারশিপের লক্ষ্য, তামিমের উৎসাহমূলক ক্রিকেট জীবনের সঙ্গে শাওমির উদ্ভাবনী পণ্যগুলো যুক্ত করে দেশের তরুণ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া।