News update
  • A costly bridge in Manikganj remains idle sans approach roads     |     
  • Dhaka’s air quality records ‘unhealthy’ amid fog Saturday morning     |     
  • Record low ADP execution rate clouds performance in 2025     |     
  • Special prayers held nationwide for Khaleda after Jumma prayers     |     
  • Vandalism at Chattogram Airport for food after flight cancellations     |     

নতুন বছরে টেকনোর অসাধারণ অফার, ক্যামন সিরিজে ফ্রি ইয়ারবাডস ও স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-01-12, 4:06pm

c54352352-58c2024696ae28d180c10d703b8d30a11736676372.jpg




স্মার্টফোন উদ্ভাবনে শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেকনো নতুন বছর উপলক্ষে এর ভক্ত ও ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত অফার।

বছরের শুরুতেই ব্যবহারকারীরা টেকনো’র ক্যামন সিরিজে পাবেন অবিশ্বাস্য অফার, যা নতুন বছর উদযাপনের আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলবে। 

টেকনো ক্যামন ৩০ ফোন কিনলেই গ্রাহক পাবেন একটি ফ্রি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যা ব্যবহারকারীদের কোনও ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে মিউজিক উপভোগ করতে সাহায্য করবে।

এছাড়া, ক্যামন ৩০এস কেনার সময় ক্রেতারা ১০০ দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন; ফলে ব্যবহারকারীদের স্ক্রিন সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আর চিন্তা করতে হবে না।

এআই-সমর্থিত ক্যামেরা ফিচারের পাশাপাশি ক্যামন ৩০ ফোনে আরও রয়েছে ৬.৭৮’’ এফএইচডি+ অ্যামোলেড ১২০ হার্জ ডিসপ্লে ও ডলবি অ্যাটমোস স্টেরিও ডুয়াল স্পিকার।

যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য আছে হেলিও জি৯৯ আল্টিমেট অক্টা-কোর প্রসেসর। সারাদিনের সকল কাজের জন্য এ ডিভাইসে রয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি ও ৭০ওয়াট আল্ট্রা চার্জ সুবিধা।

ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের এএফ ক্যামেরা সেটআপ (ট্রিপল এআই ক্যামেরা) দিয়ে ব্যবহারকারীরা দিনে অথবা রাতে যেকোনো পরিস্থিতিতে উপভোগ করতে পারবেন দুর্দান্ত ক্যামেরা অভিজ্ঞতা। আরও রয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তি সম্বলিত এআইজিসি পোর্ট্রেট।

বাজারে ক্যামন ৩০ ফোনটি আইসল্যান্ড বেসাল্টিক ডার্ক, ইউনি সল্ট হোয়াইট ও সাহারা স্যান্ড ব্রাউন এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসের ২৫৬জিবি রম ও ৮জিবি র‌্যাম (৮জিবি এক্সটেন্ডেবল র‌্যাম সুবিধা সহ) ভ্যারিয়েন্টটির মূল্য এখন মাত্র ২৪ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।  

ক্যামন ৩০এস ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস সুপার স্টেবল মেইন ক্যামেরা, আইএমএক্স৮৯৬ সুপার লাইট-সেনসিটিভ সেন্সর এবং সনি ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার মোড। শক্তিশালী পারফরম্যান্সের জন্য ক্যামন ৩০এস ফোনে আছে হেলিও জি১০০ প্রসেসর।

এই ফোনে আরও রয়েছে ২৫৬জিবি রম, ১৬জিবি র‍্যাম (৮জিবি জিবি + ৮জিবি এক্সটেন্ডেড), আইপি৫৪ পানি ও ধুলো প্রতিরোধী ফিচার, ৬.৭৮” এফএইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৩০০-নিট উজ্জ্বলতা (ব্রাইটনেস)। চোখের সুরক্ষা নিশ্চিত করবে এই ফোনের টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন সহ ব্লু লাইট প্রোটেকশন ফিচার।

এছাড়া, এই ফোনে এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার এবং এআই-সমর্থিত ইউনিভার্সাল টোন পোর্ট্রেট ইঞ্জিনের মতো আরও বেশ কিছু উন্নত এআই ফিচার রয়েছে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জার ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স। এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২৭,৯৯৯/- টাকায় (ভ্যাট প্রযোজ্য)।