News update
  • Khaleda Zia to Return Home Tuesday Morning     |     
  • Bangladesh in a Catch-22 Situation     |     
  • Global Press Freedom Index Falls to Critical Low     |     
  • Brutal aid blockade threatens mass starvation in Gaza     |     
  • Uncle, nephew picked up by BSF in Patgram     |     

ইউটিউব ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-09, 7:43pm

err4334-08befff9f7fa653253712ba9b50dd53f1741527811.jpg




মানহীন ভিডিও নিয়ে যারা কনটেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য দুঃসংবাদ। এই ধরনের ভিডিওর ওপরে এবার থেকে কড়া পদক্ষেপ করতে চলেছে ইউটিউব। আরও কঠোর হচ্ছে বিধিনিষেধ। এই ধরনের ভিডিওর ক্রমবর্ধমান বিস্তারের কারণে আরও কড়া হতে চলেছে নিয়ম-বিধি, ফলে এবার থেকে ক্রিয়েটরদের থাকতে হবে সতর্ক। মূলত অনলাইন গ্যাম্বলিং ভিডিও কনটেন্ট নিয়েই বিধি কঠোর করেছে ইউটিউব।

গেল ৪ মার্চ গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে যে আগামী ১৯ মার্চ ২০২৫ থেকে এই প্ল্যাটফর্মের বর্তমান নিয়মবিধিগুলো এবার থেকে আরো কঠোর হতে চলেছে। বেশ কিছু নিয়ম বদলে যাবে, কিছু নতুন নিয়মবিধি মেনে চলতে হবে। মূলত এই নয়া নিয়মবিধি অনলাইন গ্যাম্বলিং ভিডিও কনটেন্টের জন্য প্রযোজ্য হলেও সমস্ত কনটেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের। আর এই বদলের মধ্যে রয়েছে ভিডিওতে এবার থেকে কোনও ইউআরএল বা লিংক রাখা যাবে না, ছবিতে বা টেক্সটের মধ্যে লিংক এমবেড করা যাবে না। কোনওরকম ভিজুয়াল ডিসপ্লের মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না। আবার কোনও গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যাবে না ভিডিওতে। গুগল অ্যাডসের সার্টিফিকেট নেই বা ইউটিউবের অনুমোদন নেই এমন গ্যাম্বলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না ভিডিওতে।

ইউটিউবের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে সমস্ত ভিডিওতে নিশ্চিত রিটার্নের প্রলোভন দেখানো হবে সেই ভিডিও একবারে মুছে দেওয়া হবে, সেক্ষেত্রে গুগল অ্যাডসের অনুমোদন থাকলেও এই পদক্ষেপ করা হবে। এখন ইউটিউবে সেই সমস্ত গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যায় যেগুলো স্থানীয় আইনি নিয়ম-বিধি মেনে চলে। এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব অবৈধ বা অনিয়ন্ত্রিত গ্যাম্বলিং প্ল্যাটফর্মের উপর দর্শকদের আগ্রহ প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করে।

এছাড়াও ইউটিউব জানিয়েছে যে সমস্ত ভিডিওতে এমন কিছু গ্যাম্বলিং কনটেন্ট থাকে যা কোনও ক্যাসিনো সাইট বা অ্যাপে দর্শকদের নিয়ে যায় এবং তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না, সেগুলো এবার থেকে এজ-রেস্ট্রিকটেড থাকবে। ১৮ বছর বয়স না হলে এই কনটেন্ট দেখতে পারবেন না দর্শকরা।

অনলাইন বেটিং এবং গ্যাম্বলিং অ্যাপগুলো ব্যাপকভাবে ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া শুরু করার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইউটিউব, এমনটাই জানা গিয়েছে।আরটিভি