News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

স্মার্ট জেন-জি প্রজন্মের স্মার্ট চয়েস, ভিভো ভি৫০ লাইট

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-05-12, 6:44am

img_20250512_064351-c339952bd37869588f35eafe697b46ed1747010647.jpg




জেন-জি মানেই ফাস্ট ফরোয়ার্ড লাইফ। আর এই গতির সাথেই ছুটছে ভিভো ভি৫০ লাইট – অল ডে, অল টাইম। ফোনটির সাথে জেন-জিদের লাইফ এখন চলছে ফুল স্পিডে। সকালের ওয়েক-আপ এলার্ম থেকে শুরু করে সারাদিনের ক্লাসের নোট, ক্যাম্পাসের কনটেন্ট, কফিশপের আড্ডা, রাতে নেটফ্লিক্স অথবা গেমিং – সব কিছুর জন্যই তারা বেছে নিচ্ছেন ভিভো ভি৫০ লাইট। 

পারফরম্যান্স? ফুল স্পিড! যুগ এখন মাল্টিটাস্কিংয়ের। আর স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের সাথে ভিভো ভি৫০ লাইট দিচ্ছে একদম স্মুথ এক্সপেরিয়েন্স। সারাদিন কত কিছুই না করতে হয় জেন-জিদের জীবনে। সকালে ক্লাসে গুগল মিট, ব্রেকে ইনস্টাগ্রামে রিল আপলোড, ল্যাবে গিয়ে ইউটিউবে টিউটোরিয়াল দেখা, আর সন্ধ্যায় পাবজি – সবকিছুই কষ্ট ছাড়া হয়ে যায় ভিভো ভি৫০ লাইট দিয়ে। এটি সম্ভব হয় ফোনটির শক্তিশালী প্রসেসরের কারণে। আরও আছে এআই স্ক্রিন ট্রান্সলেশনের অসাধারণ এক ফিচার, যা দিয়ে যেকোনো ভাষার কনটেন্ট এক টাচেই করা যায় নিজের ভাষায় অনুবাদ। বিদেশী টিউটোরিয়াল হোক কিংবা আর্টিকেল, সহজেই মিলে সমাধান। এছাড়া একসাথে অনেকগুলো অ্যাপ চালালেও পাওয়া যায় বাঁধাহীন এক্সপেরিয়েন্স। তাই ভিডিও কলিং থেকে শুরু করে ভিডিও এডিটিং, লাইভ স্ট্রিমিং থেকে গেমিং – ভাষার সীমাবদ্ধতা ছাড়াই সবকিছু চলে অনায়াসে।  

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভি৫০ লাইট মানেই একদম ফুল অন প্যাকেজ। একসাথে ভিডিও শুট, এডিট, মিউজিক যোগ আর পোস্ট করা – সবই এখন সহজ। যেন হাতের মুঠোতেই থাকে একটি মোবাইল স্টুডিও। 

শুধু ফাস্ট না, একইসাথে টাফ! হুট করে হাত ফসকে পড়ে গেলে চিন্তার কিছু নেই। বৃষ্টিস্নাত দিনে কোনো শ্যুট করা বা বন্ধুদের সাথে ফুটবল খেলার আনন্দ উপভোগ করা, সবই স্বাচ্ছন্দ্যে করতে পারছেন জেন-জিরা। ব্যাগে অনাকাঙ্ক্ষিত ঝাঁকুনি, হঠাৎ বৃষ্টি বা কফি স্পিল – ফোন নিয়ে ছোট-বড় ঝামেলায় আর নেই দুশ্চিন্তা। কারণ ভিভো ভি৫০ লাইট মিলিটারি গ্রেড সার্টিফায়েড। আরও আছে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, ট্রিপল লেয়ার প্রোটেকশন, আইপি৬৫ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের ক্ষমতা। সব মিলে হাতের ফোন পায় পূর্ণ সুরক্ষা।

এদিকে ভিভো ভি৫০ লাইট ফোনের ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সরের মেইন ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রতিটি ক্লিক হয় সোশ্যাল মিডিয়া রেডি। শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্যাটারি দিয়েও মাত্র ৭.৭৯ মি.মি. স্লিম ও ১৯৬ গ্রাম ওজনে হালকা হওয়ায় ফোনটি বহন করা যায় সহজেই। সাথে হাই-গ্লস ফ্রেমের টাইটেনিয়াম গোল্ড ও ফ্যান্টম ব্ল্যাক কালারে জেন-জিদের স্টাইলে যুক্ত হচ্ছে ট্রেন্ডি স্টেটমেন্ট।  

দিনটা যেমনই হোক, এক ফোন দিয়েই সবাই পেয়ে যাচ্ছেন অল পারপাস পারফরম্যান্স। এজন্যই স্মার্ট জেন-জি প্রজন্মের জন্য ভিভো ভি৫০ লাইট হয়ে উঠেছে একেবারে মাস্ট হ্যাভ একটি স্মার্টফোন।