News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

ঈদের অগ্রিম টিকিট অনলাইনে যেভাবে কাটাবেন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-05-25, 7:26am

img_20250525_072330-8e2f3e0250a521a66440ba4dbcb2cbb41748136418.jpg




আর মাত্র কিছুদিন পরেই মুসলামদের সবচেয়ে বড় ধর্মীয় ঈদুল আজহা। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের পরিবারের কাছে পৌঁছানোর জন্য ভিড় করে বাস ও ট্রেনে। অতিরিক্ত যাত্রীর চাপ এবং লম্বা সারির কারণে টিকিট কেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তবে আধুনিক প্রযুক্তির সাহায্যে অনলাইনে বাস ও ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা মানুষকে অনেক সহজে তাদের যাত্রা নিশ্চিত করার সুযোগ দিচ্ছে।

বাসের টিকিট অনলাইনে কাটার নিয়ম

বাংলাদেশে বেশ কিছু বাস সার্ভিস অনলাইনে টিকিট বিক্রি করে। জনপ্রিয় বাস অপারেটররা নিজ নিজ ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে টিকিট বিক্রি করে থাকে।

কীভাবে অনলাইনে বাস-ট্রেনের টিকিট কাটবেন?

১. প্রথমে নির্ভরযোগ্য বাস সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। যেমন: Shohoz, BDTicket, AmarTicket ইত্যাদি।

২. যাত্রার তারিখ, গন্তব্য এবং যাত্রী সংখ্যা নির্বাচন করুন।

৩. বিভিন্ন বাস অপারেটরের তালিকা থেকে পছন্দমত বাস নির্বাচন করুন।

৪. পছন্দমত সিট নির্বাচন করুন এবং যাত্রী তথ্য পূরণ করুন।

৫. অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করুন।

৬. পেমেন্ট সফল হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেইলে ই-টিকিট পাঠানো হবে।

ট্রেনের টিকিট অনলাইনে কাটার উপায়

বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কেনা যায়। এর পাশাপাশি কিছু মোবাইল অ্যাপ ও তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকেও টিকিট কেনা সম্ভব।

কেনার প্রক্রিয়া

১. বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল সাইট https://railway.gov.bd বা অনুমোদিত টিকিটিং প্ল্যাটফর্মে লগইন করুন।

২. যাত্রার তারিখ, গন্তব্য এবং ক্লাস নির্বাচন করুন।

৩. উপলব্ধ ট্রেনের তালিকা থেকে পছন্দের ট্রেন নির্বাচন করুন।

৪. যাত্রী তথ্য পূরণ করুন এবং সিট বুক করুন।

৫. পেমেন্ট সম্পন্ন করুন।

৬. পেমেন্টের পর ই-টিকিট ইমেইল বা এসএমএস মাধ্যমে পাবেন।

অনলাইনে টিকিট কেনার সুবিধা

সাশ্রয়ী সময়: দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না।

নির্ভরযোগ্যতা: টিকিট পেয়ে যাওয়ার নিশ্চয়তা থাকে।

সহজ পেমেন্ট: বিকাশ, নগদ, রকেট, ক্রেডিট/ডেবিট কার্ডসহ নানা মাধ্যম থেকে অর্থ প্রদান সম্ভব।

ট্রিপ পরিকল্পনা: সময় মতো পরিকল্পনা করে যাত্রার নিশ্চয়তা পাওয়া যায়।

সতর্কতা

শুধুমাত্র অফিসিয়াল বা অনুমোদিত প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনুন, অননুমোদিত সাইট থেকে সাবধান থাকুন।

টিকিট কাটা শেষে ই-টিকিট সঠিকভাবে ডাউনলোড বা সংরক্ষণ করুন।

যাত্রার সময় ই-টিকিট অথবা প্রিন্ট আউট সঙ্গে রাখুন।

আরটিভি