News update
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     

হোয়াটসঅ্যাপে যুক্ত নতুন ফিচার, কী কী সুবিধা পাচ্ছেন ব্যবহারকারীরা

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-08-09, 5:24pm

e35d996b3a654bfcfeddb8b4106424ae4493cf121a334bf8-e745586e75248f01d8ed180a628f57621754738692.jpg




হোয়াটসঅ্যাপে যুক্ত হলো আরও একটি নতুন ফিচার আর এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মেটা এআই-এর সাথে রিয়েল-টাইম ভয়েস চ্যাট করতে পারবেন। এটি চ্যাটবটের সাথে ইন্টারঅ্যাক্ট করার আরও সহজতর উপায়।

ডব্লিউবেটা ইনফো অনুসারে, আইওএস ২৫.২১.১০.৭৬ আপডেট ভার্সনটি আগামী সপ্তাহগুলোতে আরও ব্যাপকভাবে চালু হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাট ট্যাবে ওয়েভফর্ম আইকনে ট্যাপ করে মেটা এআই-এর সাথে একটি ভয়েস সেশন শুরু করতে পারবেন।

এছাড়াও ব্যবহারকারীরা এই ট্যাব থেকে মেটা এআই খোলার সময় স্বয়ংক্রিয়ভাবে ভয়েস চ্যাট শুরু করার জন্য সেটিং করতে পারবেন। এ সেটিংটি ডিফল্টরূপে বন্ধ থাকে, যা ব্যবহারকারীদের ভয়েস ইন্টারঅ্যাকশন কখন শুরু হবে তার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়।

হোয়াটসঅ্যাপ কিছু ব্যবহারকারীকে অতিরিক্ত কোনো পদক্ষেপ ছাড়াই কল ট্যাব থেকে সরাসরি মেটা এআই-এর সাথে তাৎক্ষণিকভাবে একটি ভয়েস কথোপকথন শুরু করার অনুমতি দেয়।

আপডেট করা ইন্টারফেসে ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে কথোপকথন শুরু করতে সাহায্য করার জন্য আগে থেকেই একটি পরামর্শমূলক প্রম্পট যুক্ত করা রয়েছে।  বিশেষ করে যারা মেটা এআই-কে কী জিজ্ঞাসা করবেন বা বলবেন তা নিশ্চিত নন, তাদের জন্য দরকারি।

এছাড়াও ব্যবহারকারীরা তাদের প্রশ্ন বা বার্তাগুলো দৃশ্যমান করার জন্য টেক্সট ইনপুট এরিয়ার মধ্যে তাদের গ্যালারি বা ক্যামেরা থেকে দ্রুত ছবি সংযুক্ত এবং শেয়ার করতে পারবেন।

‘কোলাপস’ আইকনে ট্যাপ করে ব্যবহারকারীরা অন্যান্য অ্যাপে স্যুইচ করার সময় মেটা এআই-এর সাথে ভয়েস চ্যাট ব্যাকগ্রাউন্ডে চলতে পারে। এটি মেটা এআইকে ব্যবহারকারীদের জোরে নোট পড়ার সময় বা ওয়েবসাইট ব্রাউজ করার সময় শুনতে এবং প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে—যা একটি নিরবচ্ছিন্ন, ফোন কলের মতো অভিজ্ঞতা তৈরি করে।

গুরুত্বপূর্ণ বা গোপনীয়তা হিসেবে ব্যবহারকারীরা মাইক্রোফোনটি নিঃশব্দ করতে পারবেন অথবা ক্লোজ বোতামটি ট্যাপ করে বা টেক্সট চ্যাটে ফিরে যাওয়ার মাধ্যমে ম্যানুয়ালি ভয়েস সেশনটি শেষ করতে পারবেন।

আইওএস-এ, যখনই কোনও অ্যাপ সক্রিয়ভাবে মাইক্রোফোন ব্যবহার করে তখন স্ক্রিনের উপরের ডানদিকে (সিগন্যাল এবং ব্যাটারি আইকনের কাছে) একটি কমলা বিন্দু দেখা যায়। এটি অ্যাপলের সিস্টেম-স্তরের গোপনীয়তা সুরক্ষার অংশ এবং হোয়াটসঅ্যাপসহ কোনো অ্যাপ দিয়ে এটি পরিবর্তন, লুকানো বা ওভাররাইড করা যাবে না।

এ নতুন ভয়েস চ্যাট বৈশিষ্ট্যটি টাইপ করার প্রয়োজনীয়তা দূর করে—বিশেষ করে মাল্টিটাস্কিং, ড্রাইভিং বা গতিশীলতার সমস্যাযুক্ত ব্যবহারকারীদের জন্য সহায়ক।