News update
  • Prof Yunus Calls for People-Centered Democracy in Bangladesh     |     
  • Record 676 Million Women Exposed to Deadly Conflicts     |     
  • UN Renews Push for Global Elimination of Nuclear Arms     |     
  • Don't leave healthcare to profit-driven actors: Prof Yunus     |     
  • Key issues that Prof Yunus may raise in UNGA speech Friday     |     

উন্মুক্ত হচ্ছে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন, আসছে রিসেলার সুবিধা

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-09-27, 11:02am

img_20250927_110027-ab0df757ddf8cd8b215aefe7ad4aa12c1758949375.jpg




বহু প্রত্যাশিত ডট বাংলা (.বাংলা) এবং ডট বিডি (.বিডি) ডোমেইন দ্রুত সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একই সঙ্গে দেশীয় ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে প্রথমবার চালু করা হচ্ছে ডোমেইন রিসেলার সুবিধা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ তৈয়্যব নিশ্চিত করেছেন যে ডোমেইন রেজিস্ট্রির অধিকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অধীনেই থাকবে। তবে এবার বেসরকারি উদ্যোক্তাদের জন্য রিসেলার সুবিধা চালু করা হচ্ছে। এই সুবিধার জন্য বর্তমানে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) তৈরির কাজ চলছে।

ডোমেইন ব্যবহারের হতাশাজনক চিত্র তুলে ধরে তিনি বলেন, এতদিনে দেশে লক্ষ লক্ষ ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও বাস্তবে হোস্টেড হয়েছে মাত্র ৪৫ হাজার ওয়েবসাইট। এর মধ্যে প্রায় ৩৭ হাজার ওয়েবসাইটই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, যা ডট গভ (.gov), ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের আওতায় আছে। অর্থাৎ বেসরকারি পর্যায়ে দেশি ডোমেইন ব্যবহারের সাফল্য প্রায় শূন্য।

বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে ‘বিদেশ ভ্রমণ হবে না’—এমন হাস্যকর অজুহাতে এই খাতের অগ্রগতি আটকে রাখা হয়েছিল। এর ফলে ডোমেইন নেইম এবং হোস্টিংয়ের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে গেছে। নতুন পদক্ষেপের মাধ্যমে আংশিকভাবে হলেও এই অর্থপ্রবাহ বন্ধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

নতুন নীতিমালায় কিছু গুরুত্বপূর্ণ ডোমেইন এক্সটেনশন উন্মুক্ত করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে ডট জিওভি (.gov) ডোমেইন উন্মুক্ত করা হবে। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ডট এডু ডট বিডি (.edu.bd) ডোমেইন চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে। ডট কম ডট বিডি (.com.bd) ডোমেইনের ক্ষেত্রেও রিসেলার সুবিধা উন্মুক্ত করা হবে।

এছাড়াও, ডট ওআরজি, ডট বিডিসহ অন্যান্য এক্সটেন্ডেড ডোমেইন নেম নিয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা করে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।