News update
  • BNP senses ‘dangerous conspiracy’ against democratic transition     |     
  • CEC Vows Credible Election to End Stigma     |     
  • High-level meeting reviews country’s economic progress     |     
  • Dhaka suspends visa, consular services at its Delhi, Agartala Missions     |     
  • Govt to cut savings certificate profit rates from January     |     

২০২৫ সালে গুগলে যে ৫ বিষয় খুঁজল বিশ্ববাসী

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-12-23, 2:08pm

wrwereqwe-bba74988e9555632cf4dcbb599540fbc1766477324.jpg




বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল প্রতিদিন কোটি কোটি মানুষের তথ্য অনুসন্ধানের প্রধান মাধ্যম। মানুষের আগ্রহ, প্রয়োজন ও কৌতূহলের প্রতিফলন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় গুগল সার্চ ট্রেন্ডে। সে হিসেবে ২০২৫ সালেও বিশ্বজুড়ে কী নিয়ে মানুষ সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে, তার একটি পরিষ্কার চিত্র উঠে এসেছে গুগলের ট্রেন্ডিং ডেটায়।

বিনোদন, প্রযুক্তি, রাজনীতি থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় তথ্য সব মিলিয়ে ২০২৫ সালের সার্চ ট্রেন্ড আমাদের ডিজিটাল জীবনের বাস্তবতা তুলে ধরেছে। দীর্ঘ তালিকার মধ্য থেকে এমন পাঁচটি বিষয় তুলে ধরা হলো, যেগুলো ২০২৫ সালে বারবার গুগল ট্রেন্ডে উঠে এসেছে।

১. চার্লি কির্ক

২০২৫ সালের সেপ্টেম্বরে মার্কিন রাজনৈতিক কর্মী চার্লি কির্কের হত্যাকাণ্ড বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনার পরপরই তার নাম গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর একটি হয়ে ওঠে। হত্যাকাণ্ডের পেছনের ঘটনা, সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং এর রাজনৈতিক প্রভাব সম্পর্কে জানতে বিপুলসংখ্যক মানুষ গুগলে অনুসন্ধান করেন। এর ফলে চার্লি কির্ক ২০২৫ সালের অন্যতম আলোচিত ব্যক্তিতে পরিণত হন।

২. কেপপ ডেমন হান্টার্স

নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কেপপ ডেমন হান্টার্স’ ২০২৫ সালে বৈশ্বিক বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে উঠে আসে। কেপপ সংগীত, অ্যাকশন ও ফ্যান্টাসির সংমিশ্রণে নির্মিত এই সিনেমাটি মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সিনেমার গান, চরিত্র ও গল্প নিয়ে গুগলে সার্চের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়, যা একে বছরের অন্যতম জনপ্রিয় বিনোদনমূলক সার্চ ট্রেন্ডে পরিণত করে।

৩. লাবুবু

পপ মার্ট-এর তৈরি ছোট মনস্টার আকৃতির সংগ্রহযোগ্য খেলনা ‘লাবুবু’ ২০২৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই তরুণদের মধ্যে এই খেলনাগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এর প্রভাব পড়ে গুগল সার্চেও—লাবুবু জায়গা করে নেয় ট্রেন্ডিং সার্চ তালিকায় এবং উল্লেখযোগ্য সার্চ রেকর্ড গড়ে।

৪. কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেমিনি

২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে মানুষের আগ্রহ নতুন মাত্রা পায়। বিশেষ করে গুগলের নিজস্ব এআই মডেল ‘জেমিনি’র উন্নয়ন ও ব্যবহার নিয়ে ব্যাপক অনুসন্ধান দেখা যায়। ‘এআই কী’, ‘জেমিনি কীভাবে কাজ করে’ কিংবা ‘এআই ভবিষ্যতে কী প্রভাব ফেলবে’—এ ধরনের প্রশ্ন গুগল সার্চে শীর্ষে ছিল। এতে স্পষ্ট হয়, এআই এখন আর কেবল প্রযুক্তিবিদদের আলোচনার বিষয় নয়, বরং সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।

৫. ইরান ও যুক্তরাষ্ট্রের রাজনীতি

২০২৫ সালে আন্তর্জাতিক রাজনীতিও গুগল সার্চ ট্রেন্ডে বড় প্রভাব ফেলেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে স্বল্পমেয়াদি সংঘাত, যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন এবং ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এর মতো নতুন আইন নিয়ে বিশ্বজুড়ে মানুষ তথ্য খুঁজেছেন। এসব রাজনৈতিক ঘটনা গুগলের ট্রেন্ডিং সার্চ তালিকায় উল্লেখযোগ্য স্থান দখল করে নেয়।

এ ছাড়া ২০২৫ সালেও কিছু সার্চ আগের মতোই জনপ্রিয় ছিল। ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ), আবহাওয়া, অনুবাদসহ দৈনন্দিন প্রয়োজনীয় তথ্য এবং বড় আন্তর্জাতিক ঘটনা সংক্রান্ত সার্চ প্রমাণ করে—ব্যবহারিক ও দৈনন্দিন প্রশ্নের ক্ষেত্রে মানুষ এখনও সবচেয়ে বেশি নির্ভর করে গুগলের ওপর।