News update
  • Arab-Islamic Summit Warns Israel Attacks Threaten Ties     |     
  • South-South Cooperation: Building Innovation and Solidarity     |     
  • Consensus must; polls to be a grand festival: Prof Yunus     |     
  • Salahuddin sees security risks if polls miss February deadline     |     
  • Qatar denounces Israel before major summit over Doha attack      |     

সুনামগঞ্জ ও ছাতকে বিদ্যুৎ সরবরাহ শুরু

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2022-06-20, 11:44pm




বন্যা কবলিত সুনামগঞ্জ শহর ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় চার দিন পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। 

জেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, আজ সোমবার বিকেল ৫ টা ৪৫ মিনিটের দিকে সুনামগঞ্জ শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বন্যার কারণে গত বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ সোমবার  হাসপাতাল, কারাগার, ডিসি অফিস ও সদর থানাতে বিদ্যুৎ ফিরে আসে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বলেন, শহরের ৫০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পারছি। গুরুত্বপূর্ণ অফিসগুলোতে বিদ্যুৎ  দেয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজ চলছে। 

জেলার ছাতকসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান জানিয়েছেন, আজ সোমবার উপজেলায় বিদ্যুৎ সংযোগ এসেছে। পানি কিছুটা কমলেও এখনও বহু সড়ক ও ঘরবাড়ি পানির নিচে রয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানিয়েছেন, সুরমার পানি সোমবার সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জে। ২৪ ঘণ্টায় জেলায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জ-সিলেট সড়কে সোমবার পানি কিছুটা কমেছে। সড়কের বেশকিছু এলাকায় এখনও পানি রয়েছে গেছে। 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম বলেন, প্রায় পাঁচ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে গাড়ি দিয়ে ৬০ হাজার লিটার বিশুদ্ধ পানি দেয়া হয়েছে। 

বন্যা পরিস্থিতির মধ্যে চুরি-ডাকাতি বা অপরাধমূলক অন্যান্য কর্মকান্ড যেন ঘটে সেজন্য পুলিশ তৎপর আছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ধার অভিযান চলছে ও শুকনো খাবার বিতরণ চলছে।  তথ্য সূত্র বাসস।