News update
  • Unified Action Must to Revive Bangladesh’s Ailing Rivers: Rizwana     |     
  • France welcomes Foundation for Strategic & Development Study     |     
  • Countrywide combined night police patrols begin: Adviser     |     
  • Miscreants Launch Attack on Air Force Base in Cox's Bazar: ISPR     |     
  • Munshiganj General Hospital catches fire; no injury reported     |     

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2024-06-19, 2:23pm

oirutioertoperp-3b813fa417d6c2e3ad06463c75f6a4011718785397.jpg




ইন এইড টু দি সিভিল পাওয়ারের  আওতায় সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুরমা বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় গতকাল মঙ্গলবার  সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের অনুরোধে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় এই সেনা সদস্যদের মোতায়েন করা হয়।

এই বিদ্যুৎ উপকেন্দ্র হতে সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট শহরের পার্শ্ববর্তী বরইকান্দি, কামালবাজার, মাসুকগঞ্জ, বিসিক, লালাবাজার, শিববাড়ী ও কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে সেনা সদস্যরা কাজ করে যাচ্ছেন।

যে কোনো দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু দি সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। বাসস