News update
  • Death Toll Rises to 8 in Indian Strikes on Pakistan     |     
  • Israeli crimes escalate, Gaza faces catastrophic situation     |     
  • $21 trillion spent on secret doomsday bunkers for elite?     |     
  • Cyber Protection Ordinance draft approved in Advisers’ Council     |     
  • Life Expectancy Gap Tops 30 Years: UN Report      |     

পল্লীবিদ্যুতের ২০ কর্মকর্তা চাকরিচ্যুত: বিদ্যুৎ বন্ধ রেখে প্রতিবাদ

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2024-10-17, 6:09pm

trtetewr-cfd772441eea12700b124df6af65d6081729166961.jpg

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ছবি সংগৃহীত



বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ শাটডাউন করে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে এমন খবর পেয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। যেসব স্থানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার ব্যাপারে বোর্ড পদক্ষেপ গ্রহণ করছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব হাসিনা বেগম বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ শাটডাউন করে দেওয়া হচ্ছে বলে খবর পাচ্ছি। বিদ্যুৎ চালুর ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। মাঠপর্যায়ের সমিতির অফিসগুলো এ নিয়ে কাজ করছে। বিস্তারিত বোর্ডের জনসংযোগ শাখা বলবে।’

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজশাহীর কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। 

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির তানোর জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কামাল হোসেন জানিয়েছেন, তারা বিকেল ৩টা ১৫ মিনিটে গোটা উপজেলায় বিদ্যুৎ বন্ধ করে দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিদ্যুৎ সরবরাহ করতে চান না। দাবি আদায়ে সারাদেশের কর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কামাল হোসেন জানান, দেশের ৬৪টি জেলায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি আছে। এসব সমিতিতে কর্মরত আছেন প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। তারা দেশের ১৪ কোটি মানুষকে বিদ্যুৎ সরবরাহ করেন। দেশের মোট গ্রাহকের হিসাবে এটি প্রায় ৮০ শতাংশ। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বোর্ডের কাছে কিছু দাবি জানিয়ে আসছিলেন। দাবি আদায়ে প্রায় ১০ মাস ধরে তারা আন্দোলন করছিলেন। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন এমন ২০ জন কর্মকর্তাকে বুধবার চাকরিচ্যুত করা হয়েছে।

কামাল হোসেন আরও জানান, চাকরিচ্যুত হওয়া ২০ জনই কর্মকর্তা। এদের মধ্যে পাঁচজন মহাব্যবস্থাপক (জিএম) রয়েছেন। বৃহস্পতিবার তারা চাকরিচ্যুতির বিষয়টি জানতে পারেন। এরপর চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার ও তাদের আগের দাবি আদায়ে তারা বিদ্যুৎ শাটডাউন রাখার মতো কর্মসূচি গ্রহণ করেছেন। তারা ঢাকায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছেন। রোববার থেকে এ কর্মসূচি চলবে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক রমেন্দ্র চন্দ্র রায় বলেন, ‘বিভিন্ন স্থানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে বলে খবর পাচ্ছি। ইতোমধ্যে কয়েকটি উপজেলায় বিদ্যুৎ বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ চালুর চেষ্টা চলছে, তবে এখনও পর্যন্ত কোথাও চালু করতে পারিনি।’ সময় সংবাদ