News update
  • Experts see Tarique's political future on optimistic note     |     
  • UN Chief Urges Leaders to Curb Warming, Protect Planet     |     
  • Tk 3.38cr Project to Restore Sonadia’s Biodiversity     |     
  • Global Emissions Fall Slowly, Experts Urge Renewables Push     |     
  • Hurricane Melissa: UN Appeals $74M to Aid 2.2M in Cuba     |     

আরও ১শ কোটি ডলার বিনিয়োগ করবে চীন

গ্রীণওয়াচ ডেস্ক বিনিয়োগ 2022-06-26, 7:46am




চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন যে, উন্নয়নশীল দেশগুলোর জন্য গঠিত একটি সহায়তা তহবিলে তাঁর দেশ আরও ১শ কোটি ডলার বিনিয়োগ করবে।

গতকাল শুক্রবার, তিনি পাঁচ জাতির সমন্বয়ে গঠিত ব্রিক্স নামে পরিচিত জোটের এক সম্প্রসারিত বৈঠকে উক্ত ঘোষণা দেন। জোটের সদস্য দেশগুলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

চীনের সংবাদমাধ্যমের ভাষ্যানুযায়ী, অনলাইনে চীনের আয়োজিত বৈঠকটিতে উদীয়মান ও উন্নয়নশীল ১৩টি দেশের নেতারা অংশগ্রহণ করেন।

শি বলেন যে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যকার সহযোগিতা এগিয়ে নিতে চীনের গঠিত একটি তহবিলে বেইজিং বিদ্যমান ৩শ কোটি ডলারের সাথে অতিরিক্ত আরও ১শ কোটি ডলার যোগ করবে।

দৃশ্যত, ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার প্রতি সমালোচনামূলক এই বক্তব্যের বিষয়ে শি’কে উদ্ধৃত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, সুনির্দিষ্ট কয়েকটি দেশ “সর্বোচ্চ নিষেধাজ্ঞা” আরোপের মাধ্যমে “ইচ্ছাকৃতভাবে বিভক্তি ও সংঘাতের মত পরিস্থিতির” সৃষ্টি করছে।

শি এও বলেন যে, উত্তর ও দক্ষিণের মধ্যকার পার্থক্য সম্প্রসারিত হয়ে চলার মাঝে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলো শক্তি অর্জনের জন্য আরও সংকল্পবদ্ধ রয়েছে।

শি আরও বলেন, শস্য ও অন্যান্য ফসলের উৎপাদন ক্ষমতা বাড়াতেও চীন সহযোগিতা করবে। ইউক্রেনের রপ্তানিতে রাশিয়ার বাধা সৃষ্টির ফলে বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝে তিনি, এই অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য শি’র এই পদক্ষেপকে, পশ্চিমা দেশগুলোর আসন্ন ধারাবাহিক কয়েকটি শীর্ষ বৈঠকের প্রাক্কালে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বেইজিং’এর সহযোগিতা প্রদর্শনের চেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।