News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     

কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বিনিয়োগ 2023-01-09, 8:18pm

wheelchair-distributed-among-disabled-children-in-kalapara-on-monday-b130f09a3ee25ff881d83e8dbd0b60431673273928.jpg

Wheelchair distributed among disabled children in Kalapara on Monday.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ বিনামূল্যে তিনদিন ব্যাপী বিষেশ ফিজিও থেরাপি সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরি স্বরণে শেখ কামাল অডিটরিয়ামে কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আশার কলাপাড়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার ইউনুচ আলীর সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ূন কবির, বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম, আশার বরিশাল ডিভিশনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম প্রমূখ। 

এনজিও আশা সূত্র জানায়আশা দরিদ্র মানুষের ভাগ্য বদলে কাজ করে যাচ্ছে। বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে যাচ্ছে আশা। এরই ধারাবাহিকতায় কলাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ সকল শ্রেনীর মানুষের মাঝে বিনামূল্যে বিশেষ থেরাপি কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। - গোফরান পলাশ