News update
  • Rainfall likely in Dhaka, 7 other divisions     |     
  • Nor’wester wreaks havoc in Savar, two injured     |     
  • Offices resume after 9-day Eid vacation     |     
  • Modi-Yunus Talks to Boost Dhaka-New Delhi Ties     |     
  • 10m SIM Holders Left Dhaka During Eid, 4.4m Returned     |     

বন্যা থেকে পুনরুদ্ধারে সিলেট-সুনামগঞ্জকে আর্থিক সহায়তা যুক্তরাষ্ট্রের

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2024-07-03, 10:17pm

sfsdfs-97b9d805c7aac197a3aeacdcaca164061720023474.jpg




গত মাসে (জুন) মৌসুমি বন্যা থেকে পুনরুদ্ধারে সিলেট ও সুনামগঞ্জ জেলাকে সহায়তা করতে সা‌ড়ে ৩ লাখ ডলার মানবিক সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র সরকার।

বুধবার (৩ জুলাই) ঢাকায় মা‌র্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এই সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে বহুমুখী নগদ সহায়তা হিসেবে এই অর্থ বিতরণ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

মা‌র্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র ৫০ বছরেরও বেশি সময় ধরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পেরে আমরা গর্বিত।

উল্লেখ্য, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ২৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে আশ্রয়কেন্দ্রে রয়েছেন ৩০ হাজার জন।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলে টানা কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। এতে সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যা দেখা দিতে পারে। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।আরটিভি