News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

বৈরী আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2024-09-14, 4:22pm

eaf9d026f88833654b96fadb8b00a6d0339c365b9f5b3af5-5df08d45a6cb7c8d2cfe05487620d1311726309344.jpg




বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেয়। লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়ার পর থেকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মেঘনা নদী উত্তাল হতে শুরু করে। নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করে। পরিস্থিতি বিবেচনায় হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নোয়াখালীতে শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ১১১ মিমি বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকার মিশু নামে একজন বলেন, ‘হাতিয়ার ঘাটে স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃষ্টির মধ্যেও কিছু ট্রলার চলাচল করেছিল। কিন্তু আজ নদীর অবস্থা বেশ খারাপ। তাই সকাল থেকে ছোট-বড় সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে।’

এদিকে, নদীর জোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী এলাকায় ঝড়ো হাওয়া বেড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ১০টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারগুলো থেকে ১১২ জন মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেক জেলে নিখোঁজ রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা বলেন, ‘বিভিন্ন ঘাট থেকে মোবাইলে লোকজন ট্রলার ডুবির ঘটনা জানাচ্ছেন। আমরাও খোঁজ-খবর নিচ্ছি। ডুবে যাওয়া ট্রলারগুলোর অনেক জেলে নিখোঁজ রয়েছেন বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন। নিখোঁজ জেলেদের বিস্তারিত জানতে এরইমধ্যে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ সময় সংবাদ।