জাপানে বিদেশি নাগরিকদের সংখ্যা প্রথমবারের মত গত বছরের শেষ নাগাদ ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে যেটি একটি রেকর্ড।
অভিবাসন সেবা এজেন্সি জানাচ্ছে, এই সংখ্যা এর এক বছর আগের থেকে ৩ লক্ষ ১০ হাজারেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ৩০ লক্ষ ৭০ হাজারে।
বিদেশি নাগরিকদের সংখ্যার মধ্যে শিক্ষার্থী ভিসায় থাকা ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯০ হাজারেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষের উপরে। বিদেশি কারিগরী প্রশিক্ষণার্থীদের সংখ্যা প্রায় ৫০ হাজার বেড়ে ৩ লক্ষ ২০ হাজারের বেশি হয়েছে।
এজেন্সির কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাস সংক্রান্ত সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করা, মধ্য-মেয়াদ থেকে দীর্ঘ মেয়াদে জাপানে থাকার অভিপ্রায়ে এদেশে আসা লোকের সংখ্যা বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।
ভিসার মেয়াদ শেষ করেও এখানে থাকা এবং অন্যান্য কারণে জাপান ত্যাগ করার নির্দেশ দেয়া বিদেশি নাগরিকদের সংখ্যা ১০ হাজার ৩০০-তে পৌঁছেছে। এই সংখ্যা এর আগের বছর থেকে প্রায় ৭ হাজার ৭০০ কম।
প্রায় ৪ হাজার ৮০০ লোককে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে যা এক বছর আগের থেকে ৬৭০ জনেরও বেশি। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।