News update
  • Dams in Chenab Basin and Climate Change: Need to Exercise Caution     |     
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     

কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন

দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি

বিবিধ 2024-04-26, 9:51pm

kuakata-submarine-cable-landing-station-7195ee524de0558b3f0d672ec13ee1611714146697.jpg

Kuakata submarine cable landing station.



পটুয়াখালী: সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া অভিমুখের জলসীমায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল। তাই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে গত এক সপ্তাহ ধরে দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি পাচ্ছে গ্রাহকরা। এ বিচ্ছিন্ন সংযোগ ঠিক করতে এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিএসসিপিএলসি।

কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উপ-মহা ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, কুয়কাটা সাবমেরিন ক্যাবলের বিচ্ছিন্ন সংযোগ ঠিক করতে কাজ করছে বিএসসিপিএলসি। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে কক্সবাজার সাবমেরিন ক্যাবল সিমিউই-৪ এর ব্যান্ডউইথের পরিমান বাড়িয়ে ঘাটতি পূরনের চেষ্ট চলছে। - গোফরান পলাশ