News update
  • Irregular entry, false asylum claims harm Bangladesh’s global standing     |     
  • Dhaka breathes ‘very unhealthy’ air Tuesday morning     |     
  • Election Code of conduct gazetted, banning posters-drones, AI misuse     |     
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     

কলাপাড়ায় সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল'র পরলোক গমন

বিবিধ 2024-05-17, 11:19pm

kalapara-journalist-jibon-krishna-mandol-0dd3f6956daf258a8f543426ce8110db1715966361.jpg

Kalapara journalist Jibon Krishna Mandol



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক পাঠাগার সম্পাদক জীবন কৃষ্ণ মন্ডল (৭১শুক্রবার সকাল সোয়া সাতটার সময় নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

 জীবন কৃষ্ণ মন্ডল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাক পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কলাপাড়া উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) ভাইস চেয়ারম্যান ছিলেন। সত্তরের দশকের শেষের দিকে তিনি সাংবাদিকতা শুরু করেন। সময় তিনি কলাপাড়ায় মঞ্চ নাটকের শিল্পী হিসেবে নিয়মিত অভিনয়ও করতেন। 

মৃত্যু কালে তিনি এক কণ্যা, স্ত্রী, ভাই-বোনসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বিকেল চারটায় জীবন কুমার মন্ডলের মরদেহ কলাপাড়া প্রেসক্লাব প্রাঙ্গনে নিয়ে আসলে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

এরপর কলাপাড়া পৌর শহরের মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি, উপজেল আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসানবিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক বি এম মোশাররফ হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব শোক প্রকাশ করেন। - গোফরান পলাশ