ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার সালান্দর ইউনিয়নের বিলপাড়া মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন হাজারো মানুষ।
রোববার (১ জানুয়ারি) বিকেলে ওই মাঠে সালান্দর চাষি ক্লাব নামে একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, বিভিন্ন জেলা থেকে আগত ১৫ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। এ সময় প্রতিযোগিতা দেখতে মাঠে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছেন। তবে প্রতিযোগিতা শেষে তিনজনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকারীকে হিরো বাইসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারীকে এলইডি টিভি ও তৃতীয় স্থান অধিকারীকে ডিনার সেট দেওয়া হয়। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সৌজন্য পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতায় নওগাঁ থেকে আসা প্রথম স্থান অধিকারী তানজিনা আক্তার সংবাদমাধ্যমকে জানান, আমি সারাদেশে ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি। পুরস্কার পেয়ে খুব আনন্দ লাগছে। তবে প্রথমবারের মতো এ জেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি।
ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী জানান, তরুণ ও যুব সমাজকে মাদকের গ্রাস থেকে দূরে রাখতে আমরা এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করি। আজকের আয়োজনে পাঁচটি জেলার ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।