কোরবানির পশুর হাটে দেশসেরা গরুর দেখা মিলেছে রাজধানীতেই। রাজধানীর ঈদের বড় আকর্ষণ এসব গরু। কিনতে নয়, দেখতেই ভিড় করছেন অনেকে। যেমন নাম তেমন তাদের ভাব।
শেহজাদা, পাঠান, মোগাম্বো আর জিদানসহ বাহারি নামে বিভিন্ন জাতের গরু প্রস্তুত হয়েছে কোরবানি ঈদ উপলক্ষে। দাম হাঁকা হচ্ছে ১৫ থেকে ৪৫ লাখ টাকা পর্যন্ত।
খামারিদের দাবি, এবার রাজধানীর পশুরহাটের চমক এসব বাহারি নামের গরু।
জিদান একদম অন্য রকম। জিদানের বয়স মাত্র চার বছর। এ বয়সেই সাড়ে তেরশ কেজি ওজন।গায়ে লাগিয়েছে বাজারের সেরা গরুর তকমা।জিদানের দাম চাওয়া হচ্ছে ৪৫ লাখ টাকা।
তেরশ বিশ কেজি ওজনের ব্রাহমা গরু ভিএল। জিদানের খামারেই তার বাস। আচরণে শান্ত এ আমেরিকান নজর কেড়েছে ক্রেতাদের।দাম হাঁকা হচ্ছে ৪২ লাখ টাকা। ভিএল এর চেয়ে কিছুটা পিছিয়ে রেড ব্রাহমা কমান্ডো। জিদান আর ভিএলের প্রায় কাছাকাছি ওজনের এ গরুটি কিনতে গুণতে হবে ৪০ লাখ টাকা।
ব্রাহমা জাতের গরুগুলোকে টেক্কা দিতে এবারের কোরবানিতে প্রস্তুত শাহীওয়াল জাতের গরু কমান্ডো। আছে গোল্ড কয়েন ও মিস্টার বাংলাদেশ। এ দুটি শাহীওয়াল গরু। নয়শ আর সাড়ে নয়শ কেজি ওজনের গরু দুটির দাম ধরা হয়েছে পনের আর ষোল লাখ টাকা।
ফ্রিজিয়ান জাতের গরু গোল্ড কয়েন। ওর ওজন ১২শ কেজির বেশি। দাম চাওয়া হচ্ছে ১৭ লাখ টাকা।
এবার বড় আকারের গরু নিয়ে রীতিমত প্রতিযোগিতায় নেমেছেন খামারিরা। প্রায় তেরশো কেজি ওজনের বদরাগী মোগাম্বোর দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ টাকা।
মোগাম্বোকে টেক্কা দিতে আছে শেহজাদা ও মন্টু। শেহজাদার ওজন সাড়ে নয়শ কেজি দাম ২৭ লাখ টাকা। আর নয়শ কেজির মন্টুকে কিনতে হবে ২০ লাখে।
বিশাল আকারের গরু পাঠানের দেখা মিলবে হাতিরঝিলে। হাতিরঝিলের অন্যতম আর্কষণ পাঠান। ১১শ কেজি ওজনের পাঠানের দাম ৩৫ লাখ টাকা।
এবার আইকোনিক বুল হিসেবে থাকছে মিস্টার বাংলাদেশ। সাড়ে বারশো কেজি ওজনের এই ব্রাহমার দাম ৪০ লাখ টাকা। তথ্য সূত্র আরটিভি নিউজ।