News update
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     

ইংরেজি ডিকশনারিতে জায়গা পেল ‘বাজবল’

গ্রীণওয়াচ ডেক্স বিবিধ 2023-11-02, 11:26am

image-246176-1698896145-49d2bfbbf208f1850b9deb7f6d8859ac1698902808.jpg




গত বছর ইংল্যান্ড টেস্ট দলে ব্রেন্ডন ম্যাককালামকে হেড কোচ এবং বেন স্টোকসকে অধিনায়ক করা হয়েছিল। মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব আর ড্রেসিংরুমে ম্যাককালামের মাস্টার মাইন্ডে নতুন যুগে পা রাখে ইংলিশদের টেস্ট ক্রিকেট। এরপর ম্যাককালামের ডাকনাম 'বাজ' এর সঙ্গে মিলিয়ে তাদের এই আগ্রাসী ক্রিকেটের নাম দেয়া হয়েছে 'বাজবল তত্ত্ব'।

এবার ইংরেজি অভিধানে ঠাঁই পাচ্ছে ‘বাজবল’। ইংল্যান্ড টেস্ট দলের খেলার নতুন ধরনকে যে নামে ডাকা হয়, সে শব্দটি অভিধানে যোগ করেছে কলিন্স ডিকশনারি। ২০২৩ সালে কলিন্স ডিকশনারিতে নতুন যোগ করা ১০টি শব্দের মধ্যে আছে বাজবল। বাজবলকে রাখা হয়েছে ‘নাউন’ বা বিশেষ্য হিসেবে। সংজ্ঞা হিসেবে বলা হয়েছে, ‘টেস্ট ক্রিকেটের একটা স্টাইল, যেখানে ব্যাটিং দল অনেক আক্রমণাত্মক উপায়ে খেলে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে।’

এ শব্দের উৎপত্তির জায়গায় লেখা হয়েছে, ‘সি২১: ব্রেন্ডন ম্যাককালামের (নামের) অনুসারে, যিনি বাজ নামে পরিচিত (জন্ম ১৯৮১), নিউজিল্যান্ড ক্রিকেটার এবং কোচ।’ এরই মধ্যে কলিন্স ডিকশনারির অনলাইন সংস্করণে ‘বাজবল’ শব্দটি যুক্ত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ছাপানো ইংরেজি অভিধানের পরের সংস্করণেও জায়গা পাবে এটি।

সবশেষ অ্যাশেজ সিরিজকে বলা হচ্ছে এই দ্বৈরথের ইতিহাসের অন্যতম সেরা সিরিজ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজটি শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র হয়েছিল। ‘বাজবল’কে অভিধানে যুক্ত করার ব্যাপারে কলিন্স ডিকশনারির প্রকাশনা সংস্থা হারপারকলিন্স বলেছে, ‘এবারের গ্রীষ্মের অ্যাশেজ সিরিজের রোমাঞ্চের কারণে অনেক মানুষই বাজবল নিয়ে কথা বলেছে।’

নতুন শব্দ যুক্ত করার নীতির ব্যাপারে তারা বলেছে, তাদের অভিধানবিদেরা বছরজুড়েই বিভিন্ন সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করে নতুন শব্দের তালিকা তৈরি করেন। ২০২৩ সালে বাজবলের সঙ্গে আর যে শব্দগুলো কলিন্সের অভিধানে স্থান পেয়েছে—এআই, ক্যানন ইভেন্ট, ডিব্যাঙ্কিং, ডিইনফ্লুয়েন্সিং, গ্রিডফ্লেশন, নেপো বেবি, সিম্যাগলুটাইড, আলট্রাপ্রসেসড ও ইউলেজ।

গত বছরের মে মাসে ম্যাককালাম ইংল্যান্ড দলের কোচ হন। অধিনায়ক বেন স্টোকস ও ম্যাককালামের অধীনে আক্রমণাত্মক ধরনের টেস্ট খেলে আসছে ইংল্যান্ড। ম্যাককালামের ডাকনাম ‘বাজ’ অনুযায়ী এ খেলার ধরনকে ‘বাজবল’ নাম দেন ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর যুক্তরাজ্য সম্পাদক অ্যান্ড্রু মিলার। এরপর থেকেই জনপ্রিয়তা পায় এটি। এরই মধ্যে বাজবল নিয়ে উইকিপিডিয়ায় আলাদা একটি পাতাও আছে। এ নামে লেখা হয়েছে বইও।

যদিও এ নাম ঠিক পছন্দ নয় ম্যাককালামের। এ ব্যাপারে তিনি বলেছিলেন, ‘বাজবল কী, তা নিয়ে আমার কোনো ধারণাই নেই। মানুষ এমন যে ফালতু নাম দিচ্ছে, সেটি ঠিক আমার পছন্দ নয়।’

এদিকে বাজবলের অভিধানে যুক্ত হওয়া নিয়ে মত জানতে চাওয়া হয়েছিল অস্ট্রেলীয় ব্যাটসম্যান মারনাস লাবুশেনের কাছে। ক্রিকেটডটকমডটএইউয়ের এক ভিডিওতে তিনি বলেন, ‘এটা কী? কী হয়েছে?’ এতে তিনি অবাক হয়েছেন কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জানি না আসলে কী এটা। ফালতু ব্যাপার।’ তথ্য সূত্র আরটিভি নিউজ।