News update
  • BD fisherman killed in firing from Myanmar; 2 injured     |     
  • Live updates on ME from the Security Council and across UN     |     
  • ‘No end to hell’ in northern Gaza, warns UN aid agency chief     |     
  • Dhaka’s air quality turns ‘unhealthy’ Thursday morning     |     

সেনা সহায়তায় ৯ মাস পর বাড়ি ফিরল ১১ বম পরিবার

গ্রীণওয়াচ ডেক্স বিবিধ 2023-11-19, 8:37am

resize-350x230x0x0-image-248472-1700327367-8fd73f08fa76fcd1c1ea2f607293499a1700361464.jpg




সেনা সহায়তায় দীর্ঘ নয় মাস পর বান্দরবানের থানচি সদর ইউনিয়নের প্রাতা বমপাড়ার ১১টি পরিবারের ৪৯ জন সদস্য নিজ বাড়িতে ফিরেছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড প্রাতা বমপাড়ায় প্রবেশ করে তারা।

এ সময় পাড়াবাসীকে বাকলাই ক্যাম্পের সেনারা নিজেদের রসদ থেকে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ৪ কেজি ময়দা, ১ কেজি চিনি বিতরণ করে।

জানা যায়, চলতি বছরে মার্চ মাসে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কর্তৃক বাকলাই পাড়া সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। পরে সেনাবাহিনীও কেএনএফের আস্তানায় পাল্টা অভিযান চালালে গোলাগুলিতে সেখানকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ওই সময় নিরাপদে আশ্রয় নিতে মোট ২৮টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে এর মধ্যে ১১টি বম পরিবারের ৪৯ জন সদস্য আজ বাড়িতে ফিরে এসেছেন বলে জানিয়েছেন প্রাতা বমপাড়ার বাসিন্দা পিয়ার নিয়ার বম রনি। তিনি বলেন, কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমস্যার কারণে আমরা দীর্ঘ আট-নয় মাস যাবৎ বনজঙ্গলে, বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে ছিলাম। আজকে বাড়িতে ফিরতে পেরে খুব খুশি লাগছে।

বসতবাড়িতে ফিরে আসা প্রাতা পাড়ার আরেক সদস্য লিলি বম বলেন, প্রায় ৯ মাস বনজঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। অনেক দিন পর নিজ পাড়ার বসতভিটায় ফিরতে পেরেছি। এত আনন্দ বলার মতো না। তথ্য সূত্র আরটিভি নিউজ।