News update
  • Begum Khaleda Zia, Uncompromising Leader of Bangladesh, Dies     |     
  • 2,582 candidates submit nomination papers for Bangladesh polls     |     
  • Tarique Urges Collective Effort to Rebuild Bangladesh     |     
  • US Pledges $2 Billion for UN Humanitarian Aid, Covers Bangladesh     |     
  • Postal Ballots Sent to Over 376,000 Bangladeshi Voters Abroad     |     

নতুন বছরে ইসলামী ব্যাংকের মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময়

বিবিধ 2022-01-03, 12:01pm

IBBL Photo



ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০২২ সালের সূচনা উপলক্ষ্যে নির্বাহীদের সাথে শুভেচ্ছা বিনিময় আয়োজন করে। ২ জানুয়ারি ২০২২, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময় করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল­াহ, এফসিএস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মোঃ আলতাফ হুসাইন ও মোঃ নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে. এম. মুনিরুল আলম আল মামুন, মোহাম্মদ কুতুব উদ্দিন ও মিফতাহ উদ্দীন। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। - সংবাদ বিজ্ঞপ্তি