News update
  • Bangladesh Risks Market Share as US Tariff Deadline Nears     |     
  • UN Chief Calls for Urgent Climate, AI and Global Reform     |     
  • Consensus not to use emergency for political ends: Ali Riaz     |     
  • Sunamganj’s age-old boat market dull as normal floods rare     |     
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     

টেলিফিল্ম ‘ছায়া শিকারী'র জন্য বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন প্রযোজক কাজী রিটন

বিবিধ 2022-01-26, 10:37pm

riton-receiving-award-6fe50b9c012bfa22a3a7f5ba5d92702a1643215076.jpg

Riton receiving award



রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে শনিবার (২২ জানুয়ারি) রাতে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ গ্লোরিয়া ঝর্ণা সরকার ও মমতাজ বেগম। অনুষ্ঠানে ২০২১ সালের বেস্ট টেলিফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেয় টেলিফিল্ম ‘ছায়াশিকারী।’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন টেলিফিল্মটির প্রযোজক কাজী রিটন।

কাজী রিটন প্রযোজিত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘উনপাজুরে’, ‘অদৃশ্য দেয়াল’, ‘বিবাহ সংকট’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘পরের মেয়ে’, ‘সৎ মা’, ‘টম অ্যান্ড জেরি’, ‘ম্যাচ উইনার’, ‘ফ্রেন্ড বুক’, ‘সাইন্স এর মেয়ে আর্টসের ছেলে’।

পারফর্মিং মিডিয়াতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কাজি রিটন আরো বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি বলেন, ‘বাবিসাসের পুরস্কার অনেক বড় প্রাপ্তি। এ পুরস্কার আমাকে উৎসাহিত করার পাশাপাশি আগামী দিনে আরো ভাল কিছু করার অনুপ্রেরণা যোগাবে।’

‘ছায়া শিকারী’ টেলিফিল্ম এর রচনা ও চিত্রনাট্য লিখেছেন রফিকুল আনোয়ার রাসেল। পরিচালনা করেছেন মোরশেদ হিমাদ্রী হিমু। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, তাসনুভা তিশা, মাসুম বাশার, মিলি বাশার, অর্ণব অন্তু, নাজিবা বাশার, মুকিত জাকারিয়া ও এর নির্বাহী প্রযোজক হাবিব শাকিল।

সংবাদ প্রেরক - মোরশেদ হিমাদ্রী হিমু, ০১৭২৮-৬২৮৪৮৪