News update
  • Dams in Chenab Basin and Climate Change: Need to Exercise Caution     |     
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     

আমি এত মানুষের ভালোবাসা পাব, কল্পনাও করিনি : ভাইরাল রনি

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-03-20, 7:11am

oi-kire-20250317073330-1-3c43ee0f63aa31204191a0363b2c9d671742433067.jpg




এক লাইনের সামান্য একটু কথা বা বক্তব্য। আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারাদেশে ভাইরাল। মানুষের ভালোবাসায় রাতারাতি সেলিব্রেটি হয়ে গেছেন। ইউটিউবাররা তাকে হন্যে হয়ে খুঁজছেন। বুঝতেই পারছেন কার কথা বলছি— ভাইরাল তরমুজ বিক্রেতা রনি। তাঁর মুখে বলা ‘ওই কীরে, ওই কীরে, মধু মধু, রসমালাই’ অনলাইনে রীতিমতো ঝড় তুলেছে।

তবে এই ঝড় রনিকে বিড়ম্বনায়ও ফেলেছে। ছাড়তে হয়েছে রাজধানীর কারওয়ান বাজারের চিরচেনা ফলপট্টি। এরইমধ্যে সেখানকার অন্য তরমুজ বিক্রেতারা রনিকে অন্য কোনো স্থানে তরমুজ বিক্রির জন্য বলেছেন। এতে তিনি মানসিকভাবে কিছুটা বিষণ্ন। শরীরটাও ভালো না। তবে রনি যে দর্শক-ভক্তদের জন্য ভাইরাল হয়েছেন, তাদের আরও ভালোবাসা পেতে চান তিনি।

রনি জানান, তিনি কল্পনাও করেননি, মানুষ তাঁকে এত ভালোবেসে গ্রহণ করবে। তিনি তাঁর দর্শক ও ভক্তদের ভালোবাসায় মুগ্ধ, অভিভূত। তাঁর প্রত্যাশা, যারা তাঁকে এত ভালোবাসেন তাদেরও তিনি ভালোবাসতে চান।

যখন রনির সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়, তখন তিনি মুন্সীগঞ্জের বিক্রমপুরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গ্রামে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। রনির বাবা-দাদাও তরমুজের ব্যবসা করতেন। সেই ছোটবেলাতেই তিনি এ ব্যবসায় জড়িয়ে পড়েন। তারপর থেকে রাজধানীর কারওয়ান বাজারে তরমুজ বিক্রি করে চলেছেন।

সম্প্রতি তরমুজ বিক্রির সময় রনি ‘ওই কীরে, ওই কীরে, মধু মধু, রসমালাই’ বলে বলে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগে নিমিষেই রনির এ হাঁকডাক ছড়িয়ে পড়ে চারিদিকে। তিনি ভাইরাল বনে যান। তবে ভাইরাল হওয়ার সঙ্গে আসে বিড়ম্বনাও। রনি যখন তরমুজ বিক্রি করেন, তখন শত শত ইউটিউবার তাঁকে ঘিরে ধরেন। ভিডিও করেন। বক্তব্য নেন। এতে অসুবিধায় পড়েন অন্য তরমুজ বিক্রেতারা। কারণ, রনি ও ইউটিউবারদের কারণে ক্রেতারা অন্য বিক্রেতাদের কাছে যাচ্ছিলেন না। সবাই ভিড় করছিলেন রনির দোকানে। আর এতে বাধে বিপত্তি। অন্য বিক্রেতারা সাফ জানিয়ে দেন, রনি আর এখানে তরমুজ বিক্রি করতে পারবেন না। তরমুজ ব্যবসা করতে হলে তাঁকে অন্য কোথায়ও হবে।

এরপরই রনি গা ঢাকা দেন। পরবর্তীতে তিনি বিক্রমপুরে নিজ বাড়িতে চলে যান। এখন তিনি সেখানেই অবস্থান করছেন। মুঠোফোনে রনির সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। কথা বলতে বলতে হঠাৎ রনি মুঠোফোনেই বলে ওঠেন, ‘ওই কিরে, ওই কীরে, মধু মধু, রসমালাই, আগুন আগুন’। আপনাদের ‘সেলিব্রেটি রনি ভাই’ সবার কাছে দোয়া চেয়েছেন। আপনারা আল্লার কাছে দোয়া প্রার্থনা করবেন। আমি সবার ভালোবাসা চাই। দর্শক ভক্তদের ভালোবাসা চাই। আমি বিশ্বের সবার দোয়া ও ভালোবাসা চাই। টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হয় ভালোবাসার বিনিময়ে। আপনি (প্রতিবেদক) সবার কাছে আমার জন্য দোয়া চাইবেন। চিল্লায়ে চিল্লায়ে তরমুজ বিক্রি করে গলার অবস্থা খারাপ। শরীরটাও খুব খারাপ।’

রনি আরও বলেন, ‘ভাইরাল হওয়ার পর আমি যে এত মানুষের ভালোবাসা পাব, তা আগে কল্পনাও করতে পারিনি। আমি দর্শক-ভক্তদের আরও ভালোবাসা চাই। আমি যাদের ভালোবাসা পাচ্ছি, তাদেরও ভালোবাসা দিতে চাই।’

রনির প্রত্যাশা, সবার দোয়া ও ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আবার ফিরবেন তরমুজ বিক্রিতে।

বুধবার বিকেলে ফলপট্টিতে গিয়ে রনিকে পাওয়া না গেলেও পাওয়া যায় রনির ছোটভাই রকিকে। তরমুজের বাজারে রনি না থাকলেও রয়ে গেছে তাঁর ভাইরাল উক্তি— ‘ওই কীরে, ওই কীরে, মধু মধু, রসমালাই’। ফলপট্টিতে পৌনে এক ঘণ্টা অবস্থান করে দেখে গেছে, রনির বলা ওই ভাইরাল বক্তব্য উচ্চস্বরে বলে বলে অন্য বিক্রেতারা তরমুজ বিক্রি করছেন। খোদ রনির ছোটভাই রকিও তরমুজ বিক্রির সময় বলছিলেন, ‘তরমুজের নাম, ওই কিরে, ওই কীরে, রসমালাই’।

রনি যেখানে তরমুজ বিক্রি করেন তার পাশেই তরমুজ বিক্রি করছিলেন সামসুর আলম ও মোবারক হোসেন। কারওয়ান বাজারে ৯ বছর ধরে তরমুজ বিক্রি করে আসা সামসুর আলম বলছিলেন, ‘আমরা রনিকে বলেছি, ব্যবসা করতে হলে অন্যদিকে গিয়ে করেন। আমাদের ক্ষতি কইরেন না। কারণ, রনি দোকানে থাকলে আমাদের কারও দোকানে কোনো ক্রেতা দাঁড়ায় না। সব ক্রেতা আর ইউটিউবার রনির ওখানে ভিড় করেন। আমাদের বিক্রিও কম হয়। এবার এমনিতেই বেচা-বিক্রি ভালো না।’

আরেক বিক্রেতা মোবারক হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গেও এত ক্যামেরাম্যান থাকতো না। পুরো দোকান সব খালি হয়ে যেত, রনি এলে। শেষে মাস্ক পরে এসেও কুল পেত না। তারপরও বিক্রি হতো না। বিক্রির তো সুযোগই পেতেন না।’

কারওয়ান বাজারের অধিকাংশ তরমুজ বিক্রেতা রনির ওই ভাইরাল বক্তব্য ব্যবহার করে উচ্চস্বরে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন। অনেকেই তা ভিডিও করছিলেন। এ সময় মাসুদ নামের এক তরমুজ বিক্রেতা বলেন, ‘রনির বক্তব্য আর রনির একা নেই। এখন সবার হয়ে গেছে। আমরাও ব্যবহার করছি।’

এদিকে এই ভাইরাল বিড়ম্বনার কারণে প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেছেন রনি। রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মোবাইল দোকানী সবুজ তার দোকানে ডেকে নিয়ে যান রনিকে। কথা ছিল, ওই দোকানে গিয়ে তরমুজ কাটতে হবে আর ওই ভাইরাল বক্তব্য বলতে হবে। বিনিময়ে তিনি রনিকে একটি মোবাইল ফোন উপহার দেবেন।

কিন্তু ক্ষোভ প্রকাশ করে রনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার দোকান থেকে ৫০টি তরমুজ কিনে বসুন্ধরা সিটিতে আমাকে নিয়ে যায় সবুজ। সেখানে গিয়ে আমি তরমুজ কাটি। কিন্তু আমাকে মোবাইল ফোন দেওয়া হয়নি। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে।’এনটিভি।