News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে হাইড্রোলিক প্রেসার টেস্ট সম্পন্ন

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2025-03-20, 7:18am

paba_ruppur_pic-a4cd96d86e027a700db648d53ed98d6f1742433494.jpg




পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে সম্পন্ন হয়েছে হাইড্রোলিক প্রেসার টেস্ট। গত সোমবার (১৭ মার্চ) প্রকল্পের প্রথম ইউনিটের প্রাইমারি সার্কিট ব্যবস্থা ও ইকুইপমেন্টের দৃঢ়তা নিশ্চিত করার লক্ষ্যে ২৪.৫এমপিএ চাপে হাইড্রোলিক টেস্ট সম্পন্ন করা হয়।

এখন পরবর্তী পর্যায়ে ইউনিটের রিয়্যাক্টরে ‘হট রান’ পরিচালনা করা হবে। রোসাটম সূত্রে এ তথ্য জানা গেছে।

হাইড্রোলিক প্রেসার টেস্ট কয়েক ধাপে সম্পন্ন হয়েছে। যেমন প্রাথমিক প্রস্তুতি, প্রাইমারি সার্কিটে পানি ভর্তি করা, প্রয়োজনীয় চাপ ও তাপমাত্রা অর্জন ইত্যাদি।

এই হাইড্রোলিক টেস্ট চলাকালে বিভিন্ন প্যারামিটারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য একটি অটোমেটেড প্রসেস কনট্রোল সিস্টেম ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা ইকুইপমেন্টগুলোর অবস্থা পরিপূর্ণভাবে মনিটর করেন এবং নকশা ও আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা অনুযায়ী বিভিন্ন ইন্ডিকেটর পর্যালোচনা করেন।

এতমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরী এ প্রসঙ্গে বলেন, ‘রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে হাইড্রোলিক টেস্ট সম্পন্ন হওয়ার মাধ্যমে আমাদের প্রকল্পের উচ্চ গুণগত মান এবং নিরাপত্তা মান নিশ্চিত হয়েছে। এই ধাপটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরবর্তী সময়ে রিয়্যাক্টরের হট রান করার সুযোগ উন্মুক্ত করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যৎ দশকগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ খাতে রূপপুর প্রকল্প একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে ভূমিকা রাখবে।’

বাংলাদেশের পাবনা জেলার রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পাওয়ার ইউনিট থাকছে। ইউনিটগুলোতে স্থাপিত হয়েছে থ্রি প্লাস প্রজন্মের ভিভিইআর রিয়্যাক্টর। যত শিগগিরই সম্ভব জ্বালানি লোডিং ও তৎপরবর্তী স্টার্টআপের জন্য প্রথম ইউনিটের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

রূপপুর প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং কনট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রোসাটম প্রকৌশল শাখা। এনটিভি।