News update
  • Dhaka’s air ‘unhealthy for sensitive groups’ Wednesday morning     |     
  • US proposes that the UN authorize a Gaza stabilization force for 2 years     |     
  • Democrat Zohran Mamdani is elected New York City mayor     |     
  • Martyr Mugdha's brother Snigdha steps into politics with BNP     |     
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণে ডিএমপির নির্দেশনা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-04-13, 6:47am

ebd7316a55338a207fafeb30aaee7ee235097c9d86f4b3e6-11f7b6a8a46e91845452740748da105b1744505233.jpg




আসন্ন পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উদযাপনে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে, শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুক নগরবাসীকে কয়েকটি রুট অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির নির্দেশনা সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ওই অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে ইউটার্ন নিয়ে টিএসসি মোড় হয়ে শিববাড়ী ক্রসিং রোমানা ক্রসিং দিয়ে দোয়েল চত্বর ঘুরে আবার টিএসসি মোড় চারুকলা বিভাগে এসে শেষ হবে।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণে ইচ্ছুক নগরবাসীকে নিম্নবর্ণিত রুট অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো-

১. হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগ মোড় হয়ে ডানে গিয়ে কাঁটাবন ক্রসিং হয়ে নীলক্ষেত মোড় দিয়ে ভিসি বাংলো মোড়ে যোগ দিতে পারবেন।

২. নিউমার্কেট দিয়ে আসা লোকজন নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড়ে যুক্ত হতে পারবেন।

৩. পলাশী দিয়ে আসা লোকজন নীলক্ষেত মোড় থেকে ডানে গিয়ে ভিসি বাংলো মোড়ে যোগ দিতে পারবেন।

৪. চাঁনখারপুল ও বকশীবাজার হয়ে আসা লোকজন পলাশী মোড় হয়ে নীলক্ষেত থেকে ডানে মোড় নিয়ে ভিসি বাংলো মোড়ে যোগ দিতে পারবেন।

পহেলা বৈশাখের উৎসব সার্বজনীন উৎসব। এই উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সময়।