News update
  • Dhaka’s Per Capita Income Rises to USD 5,163     |     
  • DSE turnover dips 18% despite weekly gains in key indices     |     
  • 65 Nations Sign UN Treaty to Combat Cybercrime Globally     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     

 বাংলাদেশে প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ স্বীকৃতি পেল সাতক্ষীরার রুহাব 

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2025-10-22, 11:50am

jhhgjhgk-a6ff38615eea6758a852a55d928122161761112245.jpg




বাংলাদেশে প্রথমবারের মতো ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিবপুর গ্রামের শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই এই সম্মাননা অর্জন করেছে সে।

রোববার (১৯ অক্টোবর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং পরিবেশবাদী সংগঠন ঢাকা প্ল্যান্টারস যৌথভাবে রুহাবকে বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।

রুহাবের বাবা ইমরান রাব্বি ‘গ্রীনম্যান’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার পরিবেশভিত্তিক উদ্যোগ ‘কিরণ’-এর সমন্বয়ক হিসেবে কাজ করছেন। সন্তানের জন্মের পর থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকে তারা রুহাবের পুরো জীবনকালের সম্ভাব্য কার্বন নিঃসরণ অফসেট করতে ৫৮০টি গাছ রোপণ করেন। টেকসই উন্নয়ন ও জলবায়ু সচেতনতার ক্ষেত্রে এটি বাংলাদেশে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে।

রুহাবের বাবা ইমরান রাব্বি বলেন, আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটি তার ভবিষ্যৎ এবং পৃথিবীর প্রতি আমাদের একটি ক্ষুদ্র কিন্তু অর্থবহ অবদান। সবাই রুহাবের জন্য দোয়া করবেন, যেন সে প্রকৃতির বন্ধু হয়ে বড় হয়।

রুহাবের জন্ম ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি। জন্মের কয়েক মাস পর, গত সেপ্টেম্বর মাসে রুহাবের নামে আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। তার বাবা-মায়ের আশা, প্রতিটি গাছ রুহাবের ভবিষ্যৎ জীবনের কার্বন নিঃসরণ শোষণে ভূমিকা রাখবে।

রুহাবের মা আয়শা আক্তার বলেন, আমরা আমাদের সন্তানের জন্য গাছ লাগিয়েছি; কিন্তু এতে উপকৃত হবে সব শিশু। প্রত্যেক অভিভাবক যদি নতুন সন্তানের আগমনে কয়েকটি গাছ রোপণ করেন, তবে তা শুধু পরিবেশ নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষা দেবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের প্রেক্ষাপটে রুহাবের এই উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ-সচেতনতার ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। আরটিভি