News update
  • DSE to complete IPO process within 6 months: MD     |     
  • Prof Yunus asks for simplifying reform report for people     |     
  • Forces from inside-outside may work to thwart polls: Prof Yunus     |     
  • NCC for referendum, after July Charter order promulgation     |     
  • World Enters New Era of Climate Action, Urgent Steps Needed     |     

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং ব্র্যাক হেলথকেয়ার এর মধ্যে স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2024-06-28, 6:01pm

photo-c03d53b70feba4ea842510abecd6c45e1719576112.jpg




বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ সঞ্চয়ের মনমানসিকতা পিছিয়ে থাকার কারণেই দেশের অনেক মানুষ বীমা সেবার আওতার বাইরে রয়ে গেছে। এই সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে এবং বীমা কেনার প্রক্রিয়াকে আরও সহজতর করার জন্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ব্র্যাক হেলথকেয়ার এর সাথে একটি সমঝোতা (স্ট্র্যাটিজিক পার্টনারশিপ) চুক্তি স্বাক্ষর করেছে।   

দেশে ক্ষুদ্র স্বাস্থ্য বীমার ক্রমবর্ধমান চাহিদাকে বিবেচনায় নিয়ে এই স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি করা হয়েছে। এখন থেকে ব্র্যাক হেলথকেয়ার এর নিবন্ধিত সদস্যদের কাছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গার্ডিয়ান লাইফের বীমা পলিসি ও অন্যান্য সেবা বিক্রি করতে পারবে, যার ফলে বীমা কেনার প্রক্রিয়া আগের চেয়ে আরও সুবিধাজনক এবং সহজতর হবে। এছাড়া, আরও বেশি মানুষকে বীমা সেবার আওতায় নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পার্টনারশিপ। 

 চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ রকিবুল করিম, এফসিএ, সিইও, গার্ডিয়ান লাইফ এবং ডাঃ তৌফিকুল হাসান সিদ্দিকী, হেড অব হেলথ এন্টারপ্রাইজ, ব্র্যাক হেলথ, নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই পার্টনারশিপের (অংশীদারিত্ব) মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের সক্ষমতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবন বীমা নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও গ্রাহক-কেন্দ্রিক সেবার প্রসার আরও বাড়ানো যাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের পক্ষ থেকে ফসিহউল মোস্তফা, হেড, ডিজিটাল চ্যানেল ও এডিসি ডিভিশন; তানিম বুলবুল, সহকারী ভাইস প্রেসিডেন্ট; মোঃ শাহারিয়ার মাহিদ, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার; এবং মোঃ রোকনুজ্জামান, সিনিয়র ম্যানেজার ও হেড, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ বিভাগ, ব্র্যাক হেলথকেয়ার । এছাড়া, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় কোম্পানির আরও বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।   

উল্লেখ্য, গার্ডিয়ান লাইফ বাংলাদেশে বীমা সেবা আরও ডিজিটালাইজ করার ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছে। এছাড়া, সঠিক সময়ে গ্রাহকের বীমা দাবি পরিশোধ করার মাধ্যমে এই খাত নিয়ে ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠান।