News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

ছয় ব্যাংকের জন্য ছাপানো হলো ২২৫০০ কোটি টাকা

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2024-11-28, 7:27pm

img_20241128_192439-17f0088fc4df03800666e55347a5497f1732800444.jpg




টাকা ছাপিয়ে দুর্বল ছয়টি ব্যাংকে সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য সহয়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর এ তথ্য জানান।

তিনি বলেন, আমানতকারীদের সুরক্ষার জন্য দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দেওয়া হচ্ছে। ছয়টি ব্যাংককে এরইমধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেওয়া হয়েছে।

গভর্নর বলেন, বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেওয়া হবে। আমাদের টাইট পলিসি থাকবে। এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না।

ড. আহসান এইচ মনসুর জানান, কোনো ব্যাংকে তারল্য সংকট দেখা দিলে বাংলাদেশ ব্যাংক তাদের পাশে দাঁড়াবে। ১ ডিসেম্বর থেকে গ্রাহকরা ব্যাংকে অনেক পরিবর্তন পাবে।

তিনি বলেন, আমানতকারীদের টাকা পুরোপুরি সুরক্ষিত আছে। আপনাদের যতটুকু টাকা প্রয়োজন ততটুকুই তুলুন। সবাই তাদের টাকা ফেরত পাবে। তবে একসঙ্গে সবাই টাকা উত্তোলন করতে গেলে কোনো ব্যাংকই টিকবে না।

উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নরের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

আরটিভি