News update
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     
  • BSF halts overnight road building near border as BGB intervenes     |     
  • U.S. Pullout From Global Bodies Sparks Widespread Alarm     |     

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

ব্যাডমিন্টন 2025-02-04, 12:03pm

first-division-badminton-tournament-begins-in-kalapara-b2fb1fc57d3fe97dc67238c61f68b8941738648983.jpg

First Division Badminton Tournament begins in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ (সিজন-১) এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(০৩ ফেব্রুয়ারি) রাত ৮ টায় কলাপাড়া মহিলা কলেজ সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার। 

কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ. নূরুল হক মুন্সী, কলাপাড়া পৌর বিএনপি'র সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম প্রমূখ । 

২০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ উদ্বোধনী খেলায় সিকদার স্পোর্টস জুটি হৃদয় শাকিল জুটিকে ২/১ সেটে হারিয়ে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বিল্লাল খান কাবুল এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আরিফ সিকদার। 

এর আগে ফুল, ব্যাচ পরিধান ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করেন সমিতির নেতৃবৃন্দ। পরে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির মাধ্যমে খেলার উদ্বোধন করা হয়। - গোফরান পলাশ