News update
  • Children in Gaza ‘going to bed starving’ amid blockade     |     
  • Plague of rats, insects latest challenge for war-torn Gazans     |     
  • Guterres tells UNSC two-State option near point of no return     |     
  • 14-year-old Suryavanshi smashes record-breaking T20 century     |     
  • If the US Nuclear Umbrella Collapses, Will it Trigger a Euro-Bomb?     |     

রূপগঞ্জে কারখানায় আগুন: বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন দাবি

মতামত 2021-07-10, 10:23pm

islami-andolan-bangladesh-official-logo-91e9c95c0383a8edd1e569483d00768c1625934220.jpg

Islami Andolan



নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান কারখানায় আগুনে পুড়ে অসংখ্য মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। একইসাথে এই আগুনের রহস্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবিও জানিয়েছেন তিনি।
আজ এক বিবৃতিতে মুফতী সৈয়দ ফয়জুল করীম আগুনে পুড়ে মৃতদের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা জানাতে হবে। চলমান মহামারীর মধ্যে আগুনে পুড়ে একসাথে এত মানুষের নির্মম মৃত্যু মেনে নেয়া যায় না। এমন ভয়াবহ আগুনের প্রকৃত রহস্য উদঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে এজন্য রূপগঞ্জে সেজান কারখানায় আগুন লাগার পেছনে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মৃত শ্রমিকদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেয়ার আহবান জানান।