News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     

কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ, ইয়াবা সহ গ্রেফতার ৪

মাদকদ্রব্য 2025-07-04, 11:38pm

four-persons-were-arrested-in-kuakata-on-friday-along-with-chrystal-math-and-yaba-pills-by-the-narcotics-department-605de00e01049617121926ac9fa34f811751650730.jpg

Four persons were arrested in Kuakata on Friday along with Chrystal math and yaba pills by the Narcotics Department.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ, ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে জেলার কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে ২ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮ গ্রাম ক্রিস্টাল মেথ ও অপর ২ জনের কাছ থেকে ৭৩ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ও কলাপাড়ার সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার গঙ্গামতি এলাকার মতি মল্লিকের ছেলে রাসেল মল্লিক (২৩), একই এলাকার নুরুল হকের ছেলে আব্দুর রহমান (৩২), ধুলাসার ইউনিয়নের মো. রাকির (২৯) ও কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলের পুত্র মেহেদী হাসান (২৫)। এরা মোটরসাইকেল চালক ও হোটেল বয়ের কাজ করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

অভিযানে নেতৃত্ব দেয়া পটুয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশিদ বৃহস্পতিবার সন্ধ্যার পরে কুয়াকাটা প্রেসক্লাব হলরুমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি পটুয়াখালী জেলার বিভিন্ন উপকূলীয় নৌপথে মাদকের ছড়াছড়ি চলছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। অভিযানে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই। আটকের পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী, কারো গোপন আস্থানা, কারো বাড়ি থেকে এই ভয়ঙ্কর আইস যা ইয়াবার থেকেও কয়েকশত গুন ক্ষতিকারক এবং এই ইয়াবা উদ্ধার করি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত চারজনকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক সম্পর্কিত তথ্যের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তাদের জিজ্ঞাসাবাদ এর জন্য রিমান্ড আবেদন করবেন বলে জানায় সূত্রটি। - গোফরান পলাশ