News update
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     
  • One killed over loud music row at wedding party in Natore     |     

মিয়ানমার থেকে টেকনাফে ঢুকলো ৩৭ রোহিঙ্গা

গ্রীণওয়াচ ডেস্ক মানবাধিকার 2024-10-09, 6:50am

bf2715a0c45bb746ddaab4317281c1b3b63821b3af3fe75d-ae198360711449902c1682088baa63201728435053.jpg




সাগরপথে ট্রলারযোগে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করেছে নারী ও শিশুসহ ৩৭ জন রোহিঙ্গা।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় প্রবেশ করেন তারা। বর্তমানে এসব রোহিঙ্গা পুলিশ হেফাজতে রয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন সময় সংবাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘রাতে জাহাজপুরা সৈকত পয়েন্ট দিয়ে ট্রলারযোগে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে। পুলিশ রোহিঙ্গাদের উদ্ধার করেছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, তারা মিয়ানমার থেকে টাকার বিনিময়ে দালালের মাধ্যমে সাগরপথে এসেছেন।’

বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে জানিয়ে ওসি গিয়াস বলেন, ‘বর্তমানে তারা বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রয়েছেন। নির্বাহী প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’ তথ্য সূত্র সময় সংবাদ।