News update
  • UNRWA Situation Report #163 on Crisis in Gaza and West Bank     |     
  • Israeli Airstrike Kills 9 in Gaza Amid Ceasefire Disputes     |     
  • Reject bigotry, discrimination, combat Islamophobia: UN chief     |     
  • New risks loom for global trade, warns UN body     |     

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে এইচআরডব্লিউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

মানবাধিকার 2025-01-29, 9:51pm

a-two-member-delegation-of-the-human-rights-watch-hrw-on-wednesday-called-on-the-commission-of-inquiry-pn-enforced-disappearences-ef2baa2fa550956f35591ebf832ae8c11738167604.jpg

A two-member delegation of the Human Rights Watch (HRW) on Wednesday called on the Commission of inquiry on enforced disappearances



ঢাকা,  ২৯ জানুয়ারি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে সাক্ষাৎ করেছে। 

আজ রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ-এর এশীয় পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদলের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এসময় তাঁদের স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ভয়ংকর সব তথ্য শুনে এইচআরডব্লিউ প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন। এসময় তাঁরা এরকম গুম, মানবাধিকার লঙ্ঘন বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের যেন সুষ্ঠু বিচার হয় সেবিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২৬ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এইচআরডব্লিউ প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থান করবে। দেশের বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময়ের ধারাবাহিকতায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।- তথ্যবিবরণী