News update
  • EU deploys election observation mission to Bangladesh     |     
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     

স্ত্রী'র স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী

মানবাধিকার 2025-10-30, 11:19pm

the-woman-and-the-man-when-they-were-at-good-terms-b15996ab9f2b47410b47d4e14b5274b81761844773.jpg

The woman and the man when they were at good terms.



পটুয়াখালী: স্ত্রীর স্বীকৃতি ও অনাগত সন্তানের দাবি নিয়ে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন সিফা নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারী। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর গ্রামের দুলাল গাজীর ছেলে কবির গাজী প্রথম বিয়ের বিষয়টি গোপন রেখে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে রাজশাহীর বাসিন্দা সিফা নামের ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে শরীয়ত মোতাবেক তাদের বিবাহ সম্পন্ন হয়।

বিয়ের কয়েক মাস পর থেকেই স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন কবির। পরে স্বামীর খোঁজে সিফা ডালবুগঞ্জে আসেন। এ খবর ছড়িয়ে পড়লে কবিরের পরিবার বাড়িতে তালা দিয়ে লাপাত্তা হয়ে যায়। অনাগত সন্তান ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে এখন সেই বাড়িতেই অনশন করছেন সিফা।

সিফা অভিযোগ করেন, বিয়ের পর বিদেশে যাওয়ার কথা বলে কবির আমার কাছ থেকে কয়েক দফায় ৪ লাখ ১০ হাজার টাকা নিয়েছে। এখন আমাকে ডিভোর্স দিয়ে সম্পর্ক অস্বীকার করছে। এমনকি আমার ছবি এডিট করে অশ্লীল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সোহেল হাওলাদার বলেন, মেয়ের অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলাম। ছেলে পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকেছিলাম, কিন্তু তারা আসেনি। মেয়েটি এখন খুব কষ্টে আছে।

রসুলপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদের জানান, মেয়েটার সঙ্গে বড় অন্যায় হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় এভাবে কাউকে পরিত্যাগ করা অমানবিক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গৃহবধূ বলেন, আমরা দেখেছি মেয়েটা বাড়ির সামনে বসে আছে। কেউ তার খবর নিচ্ছনা। শ্বশুর বাড়ির লোকজন ঘর তালা দিয়ে পালিয়ে রয়েছে। এটা খুবই লজ্জার বিষয়।

এ বিষয়ে অভিযুক্ত কবির গাজীর মুঠোফোন একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া গেছে, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কবির গাজীর বাবা দুলাল গাজী মুঠোফোনে বলেন, আমরা পারসোনাল কাজে বাড়ি থেকে দূরে আছি, ছেলে বিয়ে করছে আমাদের না জানিয়ে। মেয়ে এখানে আসছে তাও আমাদের সাথে যোগাযোগ করে আসে নাই।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - গোফরান পলাশ