News update
  • UNRWA Situation Report #163 on Crisis in Gaza and West Bank     |     
  • Israeli Airstrike Kills 9 in Gaza Amid Ceasefire Disputes     |     
  • Reject bigotry, discrimination, combat Islamophobia: UN chief     |     
  • New risks loom for global trade, warns UN body     |     

জিনজিয়াংয়ে বিভিন্ন জাতির মানুষ শান্তিতে বসবাস করছে: চীনের স্থায়ী প্রতিনিধি

ওয়াং হাইমান ঊর্মি মানবাধিকার 2022-09-22, 7:45pm

wtfhgj-fc36cdb2513ba8a7852ff0b4bf57bc311663854350.jpg




জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের এক সভায় বলেন, চীনের জিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে হান, উইগুর ও কাখাজসহ বিভিন্ন সংখ্যালঘু জাতির বাসিন্দারা শান্তি ও সমৃদ্ধির জীবন যাপন করছেন। 

তিনি বলেন, বিভিন্ন জাতির মানুষের যৌথ প্রচেষ্টায় জিনজিয়াংয়ের অর্থনীতি অবিরাম উন্নয়নের পথে সামনে এগুচ্ছে, সমাজে স্থিতিশীলতা বিরাজ করছে, জীবিকার অব্যাহত উন্নয়ন ঘটছে, সংস্কৃতির ক্ষেত্রে অভূতপূর্ব সমৃদ্ধি অর্জিত হয়েছে, এবং সবাই ধর্মীয় স্বাধীনতা ভোগ করছেন।

তিনি আরও বলেন, তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ কিছু দেশ এবং ইইউ’র প্রতিনিধিরা বাস্তবতা উপেক্ষা করে জাতিসংঘে চীনের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগ করে যাচ্ছেন। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে। 

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)